- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ২২, ২০২৪
রামমন্দির উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী, ‘শুধু বিজয়ের নয়, বিনয়েরও সময় এটি’
অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশকে যে বার্তা দিলেন তাতে তিনি স্পষ্ট করলেন যে রাম হলেন পুরুষোত্তম, ভারতের আস্থা ও বিশ্বাসস্থল।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকাল ১১টার পর রামমন্দির চত্বরে আসেন। তাঁর হাতে তখন পুজোর ডালা। ধীর পদক্ষেপে তিনি মন্দিরের গর্ভগৃহের দিকে এগিয়ে যার। তার পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে পুজোয় বসেন প্রধানমন্ত্রী। রামমন্দিরের গর্ভগৃহে রামলালার বিগ্রহের চোখের বাঁধন তখন খুলে দেওয়া হয়েছে। হাতে পদ্মফুল নিয়ে পুজো করেন প্রধানমন্ত্রী। সাষ্টাঙ্গে প্রণাম করেন রামলালাকে। করলেন প্রাণপ্রতিষ্ঠা।
প্রধানমন্ত্রী সোমবার রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর বক্তব্য রাখতে গিয়ে বলেন, “রাম দেশের নিত্যতা, নিয়ন্ত্রক, রাম ব্যাপক। আমরা যা অনুভব করছি সেটাই ওঁর কৃপা। এই সময় শুধু বিজয়ের নয়, একই সঙ্গে বিনয়েরও। ২২ তারিখ শুধু একটা তারিখ নয়, ক্যালেন্ডারের একটি উল্লেখযোগ্য তারিখ হয়ে থাকল। প্রভু রামের মন্দির নিয়ে আইনি লড়াই চলেছে। আশা করি প্রভু রাম আমাদের ক্ষমা করে দেবেন। রাম আর তাবুতে নয়, এবার মন্দিরে থাকবেন।”
প্রধানমন্ত্রী এদিন বলেন, “২২ জানুয়ারি শুধু কোনও তারিখ নয়, নতুন কালের শুরু”, সোমবার অযোধ্যায় রামমন্দির চত্বরে বক্তব্য রাখতে উঠে প্রথমেই এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার রামলালার প্রাণপ্রতিষ্ঠা হওয়ার পর গ্লাস থেকে চামচে করে চরণামৃত খাইয়ে প্রধানমন্ত্রীর ব্রত ভাঙেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের গোবিন্দদেব গিরি মহারাজ। যোগী আদিত্যনাথ বলেন, “মোদির ইচ্ছা, সংকল্প ছাড়া রামমন্দির তৈরি সম্ভব হত না।”
সোমবার রামমন্দির চত্বরেই ভক্ত এবং আমন্ত্রিতদের উদ্দেশে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি। দুপুর দেড়টা নাগাদ তিনি সভাস্থলে পৌঁছন। জনগণের উদ্দেশে সেই সভা থেকেই প্রধানমন্ত্রী ভাষণ দেন।
❤ Support Us