- দে । শ
- এপ্রিল ২২, ২০২৪
মুসলিমরা অনুপ্রবেশকারী! রাজস্থানের জনসভায় বিতর্কিত মন্তব্য মোদির

দেশে লোকসভা নির্বাচন চলাকালীনই মুসলিমদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বিতর্কে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০০৬ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটা মন্তব্য তুলে ধরেই তিনি বিতর্কিত মন্তব্য করেছেন। বিরোধীদের দাবি, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা থেকে নজর ঘোরাতেই প্রধানমন্ত্রী বিভেদের রাজনীতি শুরু করেছেন।
দ্বিতীয় দফার নির্বাচনের আগে রবিবার রাজস্থানের বাঁশওয়ারায় এক জনসভায় নরেন্দ্র মোদি কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তাঁর অভিযোগ, মা–বোনদের সোনার গয়না কেড়ে নিয়ে কংগ্রেস নাকি অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেয়। মোদি বলেন, ‘মনমোহন সিংয়ের সরকার বলেছিল যে, দেশের সম্পদের ওপর মুসলমানদের প্রথম অধিকার রয়েছে। এর মানে এই সম্পত্তি কার কাছে বিতরণ করা হবে? যাদের বেশি সন্তান আছে তাদের মধ্যে এটি বিতরণ করা হবে। অনুপ্রবেশকারীদের কাছে বিতরণ করা উচিত? এটা কি আপনাদের কাছে গ্রহণযোগ্য? সরকার কি আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার রাখে যা আপনি কঠোর পরিশ্রম করে অর্জন করেছেন?’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের মা–বোনদের কাছে সোনা দেখানোর জন্য নয়। এটি তাদের আত্মসম্মানের সাথে সম্পর্কিত। তাদের কাছে মঙ্গলসূত্রটা সোনার বা তার দামের জন্য নয়, তার জীবনের স্বপ্নের সাথে জড়িত। আর আপনি সেটা ছিনিয়ে নেওয়ার কথা বলছেন? মনমোহন সিংয়ের সরকার তো বলেই দিয়েছে, দেশের সম্পদে অধিকার মুসলিমদেরই। আপনাদের মঙ্গলসূত্রটাও বাদ দেবে না।’
প্রধানমন্ত্রী মোদির দাবিকে শক্তিশালী করতে বিজেপি ২০০৬ সালের ডিসেম্বরে দেওয়া মনমোহন সিংয়ের ভাষণের ২২ সেকেন্ডের একটা ভিডিও পোস্ট করেছে৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মনমোহন সিংয়ের ওপর প্রধানমন্ত্রী মোদির আক্রমণের প্রতিক্রিয়া জানিয়ে মাইক্রোব্লগিং ওয়েবসাইট এক্স–এ এক পোস্টে বলেছেন, দেশের সমস্যাগুলি থেকে প্রধানমন্ত্রী এখন জনগণের দৃষ্টি সরাতে চান। তিনি লিখেছেন, ‘নরেন্দ্র মোদির মিথ্যাচারের মাত্রা এতটাই বেড়ে গেছে যে, প্রথম দফার ভোটে হতাশার পর ভয়ে তিনি এখন বিষয়গুলি থেকে জনগণের মনোযোগ সরাতে চান৷ কংগ্রেসের বিপুল সমর্থন সম্পর্কে প্রবণতা আসতে শুরু করেছে৷’
❤ Support Us