Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৯, ২০২৪

রবিবার মোদি-মমতা জোড়া শো’ ব্যারাকপুরে

আরম্ভ ওয়েব ডেস্ক
রবিবার মোদি-মমতা জোড়া শো’ ব্যারাকপুরে

আগামী রবিবার ব্যারাকপুর দেখবে যুযুধান দুই পক্ষের দুই রাজনৈতিক প্রচার সভা। ওইদিন প্রচারে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওইদিন নির্বাচনী প্রচার করতে যাবেন সেখানে।

দুপক্ষই চায় তাদের জমি টিকিয়ে রাখতে। রবিবার সকাল ১১টায় মোদি জগদ্দলে  ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের হয়ে প্রচার করবেন প্রধানমন্ত্রী । মুখ্যমন্ত্রী যাবেন দুপুর ২ টোয় নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত পলতার শান্তিনগর মাঠে পার্থ ভৌমিকের হয়ে প্রচার করতে। তাঁর সভা হবে পরপর দুটি।  দ্বিতীয় সভাটি হবে আমডাঙা বিধানসভা এলাকায়। আমডাঙ্গা এলাকাটি সংখ্যালঘু অধ্যুষিত হওয়ার ফলে সেখানে তৃণমূল এগিয়ে থাকার সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল। পাশাপাশি ভাটপাড়ায় যথেষ্ট প্রভাবশালী অর্জুন সিং। জগদ্দলেও তাঁর প্রভাব রয়েছে। ফলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পদ্ম শিবিরের এগিয়ে থাকার সম্ভাবনা দেখছে ওয়াকিবহাল মহল।

আগামী ২০মে ভোট ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। দু পক্ষই মরিয়া আসনটি নিজেদের দখলে রাখতে। ফলে দুই পক্ষের ধুন্ধুমার  রাজনৈতিক লড়াই দেখতে কোমর বাঁধছে গঙ্গাপাড়ের ব্যারাকপুর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!