- এই মুহূর্তে দে । শ
- জুন ১, ২০২৩
মোদি-প্রচন্ড বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কে জোর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ভারতে সফররত নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচন্ড’-এর সঙ্গে হায়দ্রাবাদ হাউসে দ্বিপাক্ষিক আলোচনা করলেন। দ্বিপাক্ষিক এই আলোচনা হয় উভয় দেশের অর্থনীতি, শক্তি, পরিকাঠামো, বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত-নেপাল সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে। বুধবার, নেপালের প্রধানমন্ত্রী তার চার দিনের সফরে ভারতে এসেছেন।
৬৮ বছর বয়সী কমিউনিস্ট পার্টি অফ নেপাল-মাওবাদী বা সিপিএন-মাওবাদী নেতা ২০২২ সালের ডিসেম্বরে ক্ষমতায় আসার পর এটিই প্রচন্ডের প্রথম ভারত সফর, যেখানে এই দ্বিপাক্ষিক আলোচনা হয়।
হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী মোদী ‘প্রচন্ড’কে স্বাগত জানানোর পরে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে জানান , “বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও গভীর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ডকে স্বাগত জানিয়েছেন হায়দ্রাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে আসার পর।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রচণ্ডের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনাও হয়েছে। আলোচনার বিষয়ে টুইট করে, বাগচি বলেছেন, “অর্থনীতি, শক্তি, পরিকাঠামো, শিক্ষা এবং উভয় দেশের জনগণের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বর্ধিত করার ক্ষেত্রে উভয় দেশের পুরনো সম্পর্ককে শক্তিশালী করাই ছিল এই দ্বিপাক্ষিক বৈঠকের এজেন্ডা।”
এই দ্বিপাক্ষিক বৈঠকের আগে বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লির রাজ ঘাটে পুষ্পস্তবক অর্পণ করেন নেপালের প্রধানমন্ত্রী দাহাল। রাজ ঘাটে উপস্থিত ভিজিটরস বইয়েও তিনি তাঁর বার্তা লিখে দেন।
উভয় দেশের প্রধানমন্ত্রী ভারতের বাথনাহা থেকে নেপাল কাস্টম ইয়ার্ড রেললাইনেরও এদিন উদ্বোধন করেন।
দাহাল তাঁর এই সফরের অংশ হিসাবে ইন্দোর এবং উজ্জয়িনেও যাবেন। তাঁর সফরকালে দুই দেশ পূর্ববর্তী উচ্চ পর্যায়ের ভারত ও নেপাল দ্বিপাক্ষিক সম্পর্কের অংশীদারিত্বে অর্জিত সাফল্য নিয়েও আলোচনা হবে।
তার সরকারী সফরের সময়, নেপালের প্রধানমন্ত্রী দাহাল ওরফে ‘প্রচন্ড’ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভাইস-প্রেসিডেন্ট জগদীপ ধনখারের সঙ্গেও সাক্ষাৎ ও বৈঠক করবেন।
বুধবার, ভারতে নেপালের রাষ্ট্রদূত শঙ্কর পি শর্মা পুষ্প কমল দাহালের ভারত সফরকে একটি “শুভেচ্ছা সফর” বলে অভিহিত করেছেন এবং বলেছেন, “এই সফর নেপাল ও ভারতের সম্পর্ককে একটি সঠিক উচ্চতায় নিয়ে যাবে।”
প্রচণ্ডের ভারত সফর সম্পর্কে গত সপ্তাহে জারি করা একটি বিবৃতিতে, নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে এই সফরটি উভয় দেশের মধ্যে “বর্ষপ্রাচীন, বহুমুখী এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।”
❤ Support Us