Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ২৮, ২০২৪

সি–২৯৫ বিমান তৈরির দিকে এগিয়ে গেল ভারত, টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সে নতুন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
সি–২৯৫ বিমান তৈরির দিকে এগিয়ে গেল ভারত, টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সে নতুন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

স্পেনের সঙ্গে যৌথ উদ্যোগে সি–২৯৫ বিমান তৈরির দিকে এগিয়ে গেল ভারত। আজ গুজরাটের ভাদোদরায় টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সে টাটা–এয়ারবাসের এই নতুন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ।

সি–২৯৫ প্রকল্পের অধীনে মোট ৫৬টি বিমান রয়েছে। যার মধ্যে ১৬টি স্পেন থেকে বিমান প্রস্তুতকারী সংস্থা এয়ারবাস সরাসরি সরবরাহ করছে এবং বাকি ৪০টি টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সে তৈরি হবে। এটি তৈরি থেকে শুরু করে পরীক্ষা ও বিমানের সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ করবে স্পেন। ২০২১ সালে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রক ৫৬টি বিমান সরবরাহের জন্য এয়ারবাস ডিফেন্স এবং স্পেস এসএ ও স্পেনের সাথে ২১৯৩৫ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে।

প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‌‘‌টাটা–এয়ারবাস উৎপাদন সুবিধা ভারত–স্পেন সম্পর্ক এবং ‘‌মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’‌ মিশনকে শক্তিশালী করবে। ‌‌ভাদোদরা নির্মিত বিমানগুলি ভবিষ্যতে রপ্তানিও করা হবে।’‌ ২০২২ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী ভদোদরায় সি–২৯৫ বিমানের প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ‌‌
ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‌সম্প্রতি আমরা দেশের মহান পুত্র রতন টাটাজিকে হারিয়েছি। তিনি যদি আজ আমাদের মধ্যে থাকতেন, তাহলে দারুণ খুশি হতেন। তবে তাঁর আত্মা যেখানেই থাকুক না কেন, তিনি খুশি হবেন। অনুষ্ঠানে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেন, প্রকল্পটি মূলত ২০১২ সালে রতন টাটার কল্পনাপ্রসূত। তিনি বলেন, ‘‌আমি আমার দায়িত্বে ব্যর্থ হব যদি আমি উল্লেখ করতে ভুলে যাই যে এই প্রকল্পটি মূলত এক দশকেরও বেশি আগে, ২০১২ সালে, তৎকালীন টাটা সন্সের চেয়ারম্যান, রতন টাটাজি–র মস্তিষ্কপ্রসূত। তিনি এয়ারবাসের সাথে সম্পর্ক গড়ে তোলার পুরো ধারণাটির নেতৃত্ব দিয়েছিলেন এবং এয়ারবাসের সাথে এই অংশীদারিত্ব তৈরি করেন ও প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। সুতরাং, আমি এই উদ্যোগে তাঁর দূরদর্শী নেতৃত্বের জন্য তাকে স্মরণ করতে চাই।’‌

অনুষ্ঠানে স্পেনের পেদ্রো স্যাঞ্চেজ বলেন, ‘‌টাটা জায়ান্ট কিং। এয়ারবাস এবং টাটার মধ্যে অংশীদারিত্ব ভারতীয় মহাকাশ শিল্পের অগ্রগতিতে অবদান রাখবে এবং অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলির আগমনের জন্য নতুন দরজা খুলে দেবে। এই প্রকল্পটি দুই বিশ্বের সেরাকে একত্রিত করল। টাটা ভারতীয় শিল্প শক্তির সেরা বাহক। এর পণ্য এবং পরিষেবাগুলি বিশ্বের প্রায় প্রতিটি দেশে রয়েছে।’‌

সি–২৯৫ আধুনিক প্রযুক্তিসহ ৫–১০ টন ক্ষমতার একটি পরিবহন বিমান যা ভারতীয় বায়ুসেনার পুরনো অভ্র ৭৪৮ বিমানের বিকল্প। সি–২৯৫ বিমান ৭১ জন সৈন্য কিংবা ৫০ প্যারাট্রুপারের কৌশলগত পরিবহন এবং বর্তমান ভারী বিমানের অ্যাক্সেসযোগ্য নয় এমন অবস্থানে লজিস্টিক অপারেশনের জন্য ব্যবহৃত হয়। একটানা ১১ ঘন্টা উড়তে পারে। এটি মরুভূমি থেকে সামুদ্রিক পরিবেশে নিয়মিতভাবে দিনের পাশাপাশি রাতের যুদ্ধ মিশন পরিচালনা করতে সক্ষম।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!