- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২২, ২০২৩
জি-২০- ভার্চুয়াল বৈঠকে ফের মুখোমুখি মোদি-ট্রুডো, নিজ্জর খুনের পর এটাই প্রথম বৈঠক ভারত-কানাডার প্রধানমন্ত্রীর
জি-২০ -র ভার্চুয়াল সম্মেলনে মুখোমুখি হচ্ছেন ভারত ও কানাডার প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি এবং জাস্টিন ট্রুডোর মধ্যে খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুন হওয়ার পর ভারত-কানাডার সম্পর্ক যখন তলানীতে ঠেকেছে, তার পর এটাই প্রথম হতে চলেছে মোদি-ট্রুডোর জি-২০-র ভার্চুয়াল বৈঠক। এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক কুটনৈতিক মহলের মনে প্রশ্ন জাগছে, তাহলে কী এবার ভারত-কানাডা সম্পর্ক আবার স্বাভাবিক হতে চলেছে!
তবে এই ভার্চুয়াল বৈঠকে থাকছেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বুধবার বিকেল ৫ টায় জি-২০-র ভার্চুয়াল জি-২০ বৈঠক হোস্ট করছেন নরেন্দ্র মোদি। জাস্টিন ট্রুডোর অফিস থেকে জানান হয়েছে কানাডার প্রধানমন্ত্রী এই ভার্চুয়াল বৈঠকে হাজির থাকবেন। হরদীপ সিং নিজ্জর খুন হওয়ার পর ভারত-কানাডা সম্পর্ক তলানীতে পৌঁছেছে। উভয় দেশ থেকেই উভয় দেশের প্রশাসন শীর্ষ কুটনীতিকদের বহিষ্কার করেছে। এর পরই ভারত থেকে ৪০ জন কুটনীতিককে দেশে ফিরিয়ে নেয় কানাডা। এই পরিস্থিতিতে বুধবার, ২২ ডিসেম্বর, ভারত ও কানাডার প্রধানমন্ত্রী ভার্চুয়ালি জি-২০-র বৈঠকে যোগ দেওয়ার পর কি পরিস্থিতি দাঁড়ায় সেদিকে কুটনীতিক মহল নজর রাখছে।
❤ Support Us