- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৭, ২০২৪
গগনযান মিশনের চার মহাকাশচারীর নাম ঘোষণা করলেন মোদি
গগনযান মিশনের চার মহাকাশচারীর নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি মঙ্গলবার জানান, গগনযানে চেপে মহাকাশে পাড়ি দেবেন প্রশান্ত নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণাণ এবং শুভাংশু শুক্লা ৷
মঙ্গলবার কেরেলার থুম্বাতে বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা-এর তিনটি প্রযুক্তি ইউনিটের উদ্বোধন করেন।নয়া ইউনিট গুলো হল পিএসএলভি ইন্টিগ্রেশন ফ্যাসিলিটি (পিআইএফ) সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা; মহেন্দ্রগিরির ইসরো প্রপালশন কমপ্লেক্সে নতুন ‘সেমি-ক্রিওজেনিক্স ইন্টিগ্রেটেড ইঞ্জিন এবং স্টেজ টেস্ট সুবিধা’; এবং ভিএসএসসি-তে ‘ট্রাইসনিক উইন্ড টানেল’।
সেখান থেকেই ইসরোর গগনযান মানব মহাকাশযাত্রা কর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখেন এবং মিশনের সঙ্গে যুক্ত মহাকাশচারীর সঙ্গে সাক্ষাৎ করেন । তাঁদের আজ অ্যাভোলিটন উইংসে সম্মানিত করেন প্রধানমন্ত্রী ।
এ দিন প্রধানমন্ত্রী বলেন, ‘ আমি আনন্দিত যে আজ আমি এই মহাকাশচারীদের সঙ্গে দেখা করার এবং দেশের সামনে তাঁদের উপস্থাপন করার সুযোগ পেয়েছি । আমি সমগ্র দেশের পক্ষ থেকে তাঁদের অভিনন্দন জানাতে চাই…আপনারা আজকের ভারতের গর্ব ।’
প্রধানমন্ত্রী এ দিন বলেন, ‘একবিংশ শতাব্দীর ভারত আজ তার সম্ভাবনায় বিশ্বকে চমকে দিচ্ছে । গত দশ বছরে আমরা প্রায় ৪০০টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, যেখানে দশ বছর আগে মাত্র ৩৩টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল…৷’ মোদির কথায়, ‘২০৩৫ সালের মধ্যে মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশন থাকবে, যা আমাদের মহাকাশের অজানা বিস্তারের বিষয়ে অধ্যয়ন করতে সাহায্য করবে । অমৃতকালের এই সময়ে ভারতীয় মহাকাশচারী আমাদের নিজস্ব রকেটে চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন…৷’
এ দিন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরণও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷
❤ Support Us