Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২৭, ২০২৪

গগনযান মিশনের চার মহাকাশচারীর নাম ঘোষণা করলেন মোদি

আরম্ভ ওয়েব ডেস্ক
গগনযান মিশনের চার মহাকাশচারীর নাম ঘোষণা করলেন মোদি

গগনযান মিশনের চার মহাকাশচারীর নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি মঙ্গলবার জানান, গগনযানে চেপে মহাকাশে পাড়ি দেবেন প্রশান্ত নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণাণ এবং শুভাংশু শুক্লা ৷

মঙ্গলবার কেরেলার থুম্বাতে বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা-এর তিনটি প্রযুক্তি ইউনিটের উদ্বোধন করেন।নয়া ইউনিট গুলো হল পিএসএলভি ইন্টিগ্রেশন ফ্যাসিলিটি (পিআইএফ) সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা; মহেন্দ্রগিরির ইসরো প্রপালশন কমপ্লেক্সে নতুন ‘সেমি-ক্রিওজেনিক্স ইন্টিগ্রেটেড ইঞ্জিন এবং স্টেজ টেস্ট সুবিধা’; এবং ভিএসএসসি-তে ‘ট্রাইসনিক উইন্ড টানেল’।

সেখান থেকেই ইসরোর গগনযান মানব মহাকাশযাত্রা কর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখেন এবং মিশনের সঙ্গে যুক্ত মহাকাশচারীর সঙ্গে সাক্ষাৎ করেন । তাঁদের আজ অ্যাভোলিটন উইংসে সম্মানিত করেন প্রধানমন্ত্রী ।

এ দিন প্রধানমন্ত্রী বলেন, ‘ আমি আনন্দিত যে আজ আমি এই মহাকাশচারীদের সঙ্গে দেখা করার এবং দেশের সামনে তাঁদের উপস্থাপন করার সুযোগ পেয়েছি । আমি সমগ্র দেশের পক্ষ থেকে তাঁদের অভিনন্দন জানাতে চাই…আপনারা আজকের ভারতের গর্ব ।’

প্রধানমন্ত্রী এ দিন বলেন, ‘একবিংশ শতাব্দীর ভারত আজ তার সম্ভাবনায় বিশ্বকে চমকে দিচ্ছে । গত দশ বছরে আমরা প্রায় ৪০০টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, যেখানে দশ বছর আগে মাত্র ৩৩টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল…৷’ মোদির কথায়, ‘২০৩৫ সালের মধ্যে মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশন থাকবে, যা আমাদের মহাকাশের অজানা বিস্তারের বিষয়ে অধ্যয়ন করতে সাহায্য করবে । অমৃতকালের এই সময়ে ভারতীয় মহাকাশচারী আমাদের নিজস্ব রকেটে চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন…৷’

এ দিন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরণও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!