- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১৭, ২০২২
মমতার পর, রবিবাসরীয় সফরে মেঘালয়ে এবার অমিত-মোদি

মমতার পর এবার মেঘালয় সফরে অমিত-মোদি। তৃণমূল নেত্রীর মেঘালয় সফরের ছদিন পরেই, রবিবার, ১৮ ডিসেম্বর শিলংএ যাচ্ছেন তাঁরা। আগামী ফেব্রুয়ারিতেই সে রাজ্যে, বিধানসভার নির্বাচন। তার আগেই একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তর পূর্বের আট রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল।
নভেম্বরেই পূর্ণ হয়েছে উত্তর-পূর্ব পরিষদের (এনইসি) অর্ধ শতক। সেই উপলক্ষেই শিলং-এ পরিষদের সদর দফতরে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদি। সেখানেই তিনি উত্তর পূর্বে রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্য কনভেনশন সেণ্টার অডিটোরিয়ামের এই অনুষ্ঠানটি ছাড়াও শিলংএর পোলো গ্রাউন্ডে আরও একটি জন সমাবেশে বক্তৃতা দেওয়ার কথা আছে প্রধানমন্ত্রীর। উত্তর-পূর্বের স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, কৃষিজীবী সহ, সাধারণ নাগরিকরা এই সমাবেশে সামিল হবে।
প্রধানমন্ত্রী এবারের মেঘালয় সফরে, শিলং এ ইণ্ডিয়ান ইনষ্টিটিউট অফ ম্যানেজমেণ্টর উদ্বোধন সহ এনইসির একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন।একইসঙ্গে উত্তর -পূর্ব ভারতে ফোর জি মোবাইল পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, আটটি রাজ্য নিয়ে গঠিত উত্তর পূর্ব পরিষদ প্রাথমিক পর্যায়ে ছিল একটি উপদেষ্টা পর্ষদ। ১৯৭১ সালে উত্তর-পূর্ব পরিষদ আইন পাশ হয়। ১৯৭২ এর ৭ নভেম্বর থেকে কাজ শুরু করে এনইসি। তারও ত্রিশ বছর পরে, ২০০২ থেকে উত্তর পূর্ব ভারতের আঞ্চলিক রাজ্য গুলির উন্নয়ণ প্রকল্পের পরিকল্পনার কাজও শুরু করে পরিষদ।
❤ Support Us