- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১৫, ২০২৪
এক্স অনুসরণে নয়া রেকর্ড মোদির, অতিক্রম ১০০ মিলিয়নের গন্ডী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিরস্ত্রাণে নতুন পালক যুক্ত হল। একজন রাষ্ট্রপ্রধান রূপে এক্স হ্যান্ডেলে সবচেয়ে বেশি ফলোয়ারের মালিক এখন তিনি। এক্সে তাঁর অনুগামীর সংখ্যা ১০০ মিলিয়ন অতিক্রম করে গেল। বিশ্বের আর কোনও রাষ্ট্রপ্রধান এখনও এ মাইলস্টোন স্পর্শ করতে পারেননি।
বিরোধী দলনেতা রাহুল গান্ধির ফলোয়ার সংখ্যা ২৬.৪ মিলিয়ন। তাঁর থেকে একটু এগিয়ে আছেন দিল্লির জেলবন্দি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(২৭.৫ মিলিয়ন)। সমাজবাদী পার্টির নেতা অখিলেশের এক্স অনুগামীর সংখ্যা ১৯.৯ মিলিয়ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অনুগামী-সংখ্যা ৭.৪ মিলিয়ন। আর জে ডি প্রধান লালু প্রসাদ যাদবের এক্স হ্যান্ডেলে ফলোয়ারের সংখ্যা ৬.৩ মিলিয়ন। তাঁর পুত্র তেজস্বী যাদবের ক্ষেত্রে সংখ্যাটা ৫.২ মিলিয়ন। এন সিপি প্রধান শরদ পাওয়ারের এক্স অনুগামীর সংখ্যা ২.৯ মিলিয়ন। তবে বলা বাহুল্য, এক্সে ফলোয়ারের নিরিখে কেউই নরেন্দ্র মোদির ধারে কাছে নেই।
শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সমাজমাধ্যমে ফলোয়ারের নিরিখে তিনি ছাপিয়ে গেছেন ক্রিকেটার বিরাট কোহলিকে। কোহলির ফলোয়ারের সংখ্যা ৬৪.১ মিলিয়ন। ব্রাজিলের ফুটবলার নেইমার জুনিয়র (৬৩.৬ মিলিয়ন), আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস(৫২.৯)-এর থেকেও এগিয়ে আছেন মোদি।
মোদির নিকটতম প্রতিদ্বন্দ্বী বলা যায় একমাত্র মার্কিন সঙ্গীত শিল্পী টেলর সুইফট। তাঁর এক্স-অনুরাগী সংখ্যা ৯৫.৩ মিলিয়ন। লেডি গাগা (৮৩.১ মিলিয়ন), কিম কারদাশিয়ান (৭৫.২ মিলিয়ন)এরা ফলোয়ারের নিরিখে মোদির কাছাকাছি থাকলেও মোদিকে অতিক্রম করতে এখনও পারেননি।
গত তিন বছরে মোদির এক্স হ্যন্ডেলে ৩০ মিলিয়ন অনুরাগীর সংখ্যা বৃদ্ধি হয়েছে। ইউটিউব, ইন্স্টাগ্রামেও তাঁর প্রভাব অব্যাহত। ইউটিউবে তাঁর ২৫ মিলিয়ন সাবস্ক্রাইবার, ও ইন্স্টাগ্রামে তাঁর ৯১ মিলিয়ন অনুসরণকারী রয়েছে।
২০০৯ সাল থেকে এক্স অর্থাৎ সাবেক টুইটারে যুক্ত হওয়ার পর থেকে মোদি তাঁর যাবতীয় প্রশাসনিক, আনুষ্ঠানিক কাজকর্মকে মানুষের সামনে তুলে ধরার মূল মাধ্যম রূপে তাঁর এক্স হ্যান্ডেলটিকে ব্যবহার করেছেন । নির্বাচনী প্রচার হোক, সরকারি পদক্ষেপ হোক বা কোনও আনুষ্ঠানিক উপস্থিতি — মোদির এক্স হ্যান্ডেল সবসময়ই আপডেটেড থাকে। তবে অর্থের বিনিময়ে কোনও প্রোমোশন করার মাধ্যম রূপে এক্সকে ব্যবহার করেননি তিনি।
❤ Support Us