Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২৩, ২০২৩

সবুজায়নের পথে দেশ, ওয়েবিনারে ঘোষণা প্রধানমন্ত্রীর। ব্যাঙ্ক-বীমাক্ষেত্রের পর এবার বাতাস রোদেও বেসরকারিকরণ ? প্রধানমন্ত্রীর বক্তব্যকে ঘিরে সংশয়

আরম্ভ ওয়েব ডেস্ক
সবুজায়নের পথে দেশ, ওয়েবিনারে ঘোষণা প্রধানমন্ত্রীর। ব্যাঙ্ক-বীমাক্ষেত্রের পর এবার বাতাস রোদেও বেসরকারিকরণ ? প্রধানমন্ত্রীর বক্তব্যকে ঘিরে সংশয়

আগামী ১৩ মার্চ থেকে শুরু হবে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। তার আগে ১১ তারিখ পর্যন্ত ১২ টি ওয়েবিনারের সিরিজ অনুষ্ঠিত হবে। আজ তাঁর প্রথম পর্বে গ্রিন গ্রোথ নিয়ে আয়োজিত ওয়েবিনারে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আলোচনাচক্রে সবুজায়ন বিষয়ে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি বিনিয়োগের জন্য ভারতের জৈব গ্যাস, বায়ুশক্তি ও সৌরশক্তি, স্বর্ণখনি বা খনিজ তেলভাণ্ডারের থেকে কোনো অংশে কম সম্ভাবনাময় নয়। চলতি বাজেটকে উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে ভারত গ্রিন এনার্জির বাজারে মুখ্য ভূমিকা পালন করবে। এবারের বাজেট এমন ভাবে প্রস্তুত করা হয়েছে যা আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি নির্মাণ করবে। বস্তুত, কেন্দ্রীয় বাজেটে পরিবেশ ও সবুজায়ন সংক্রান্ত একাধিক প্রকল্পের যেমন-গ্রিন হাইড্রোজেন মিশন, এনার্জি ট্রানজিশন, রিনেইয়েবল এনার্জি ইভ্যাকুয়েশন, গ্রিন ক্রেডিট প্রোগ্রাম, অমৃত ধারোহার ওপর গুরুত্ব আরোপিত হয়েছে।

প্রধানমন্ত্রীর এদিনের বক্তব্যে উঠে এসেছে যানবাহনের স্ক্র্যাপিং নীতির কথা।তাঁর কথায়, ভবিষ্যতে ভারতের সবুজ শক্তির বিকাশের ক্ষেত্রে যানবাহনের বর্জ্য অপসারণের নীতি গুরুত্বপূরণ ভূমিকা গ্রহণ করবে। ইতিমধ্যে তিন লক্ষ গাড়ির স্ক্র্যাপিং সম্পন্ন হয়েছে। আগামী দিনে তা আরো বাড়বে, দাবি করেন তিনি।

ভারতে ইতিমধ্যে ই-২০জ্বালানি কর্মসূচি নেওয়া হয়েছে। যেখানে ৮০ শতাংশ জীবাশ্ম জ্বালানির সঙ্গে ২০ শতাংশ ইথানল মেশানোর কথা বলা হয়েছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ভারতে ২০১৩-১৪ সালে যেখানে ১.৫৩শতাংশ ইথানল মেশানো হত এখন তা ১০.৫৩ শতাংশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর আশা, ২০২৫-২৬ নাগাদ নির্ধারিত মাত্রা স্পর্শ করতে পারবে বাড়বে দেশ।

প্রধানমন্ত্রী ওয়েবিনারে জানান, ইথানল ব্লেণ্ডিং বাড়ানো হলে আগামী দিনে শক্তিসম্পদ, যানবাহন, শিল্পক্ষেত্রের ডি-কার্বনাইজেশন ঘটাতে গুরুত্বপূর্ণ ভুমিকা নেবে। কমবে বিদেশ থেকে আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা। বৈচিত্রপূর্ণ দেশীয় সম্পদ ব্যবহার করে আর্থিক বিকাশের দিকে এগোবে ভারত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!