- দে । শ
- মার্চ ২৬, ২০২৪
বসিরহাটের প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদির, অভিহিত করলেন ‘শক্তির মূর্ত প্রতীক’ হিসেবে
বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সন্দেশখালির রেখা পাত্রের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেখা পাত্রকে ‘শক্তির মূর্ত প্রতীক’ হিসেবে অভিহিত করে ভোটের প্রস্তুতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। রেখা পাত্র দ্বীপের সাধারণ মানুষের দুর্ভোগের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
রেখা পাত্রর সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনের একটা অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। সেই অডিও ক্লিপে শোনা গেছে, নরেন্দ্র মোদি, প্রথমেই রেখা পাত্রকে শুভেচ্ছা জানাচ্ছেন। রেখা পাত্রও পাল্টা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এরপর নরেন্দ্র মোদি রেখাকে জিজ্ঞাসা করেন, বিজেপি প্রার্থী হওয়ার পরে তাঁর কেমন লাগছে। ভোটের প্রচারসহ নানা বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা হয়।
রেখা পাত্র প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনার হাত আমার ও সন্দেশখালির সব মহিলার মাথায় রয়েছে। এটা ভগবান রামের আশীর্বাদ।’ বসিরহাটের বিজেপি প্রার্থী প্রধানমন্ত্রীকে সন্দেশখালির মহিলাদের অগ্নি পরীক্ষার কথা বর্ণনা করেছেন। তিনি বলেছন, ‘সন্দেশখালির মহিলাদের সঙ্গে বড় ট্র্যাজেডি হয়েছে। শুধু সন্দেশখালির মহিলারা নন, পুরো বসিরহাটের মহিলারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২০১১ সাল থেকে কেউ ভোট দিতে পারেননি। আশা করছি এবার ভোট দিতে পারবে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেখা পাত্রের সাহসিকতার প্রশংসা করে বলেন, ‘রেখাজি, আপনি সন্দেশখালিতে বড় যুদ্ধ করেছেন। আপনি শক্তি স্বরূপা। আপনি শক্তিশালী লোকদের জেলে পাঠিয়েছেন। আপনি অবশ্যই নির্বাচনে জিতবেন।’ রেখা পাত্রকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে মোদি আরও বলেন, ‘যথাযথ নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবে। সন্দেশখালির মহিলাদের আওয়াজ তোলা সাধারণ ব্যাপার নয়। রেখাজির সাহস দেখিয়েছে, বাংলার নারী শক্তি বিজেপির আশীর্বাদ হিসেবে কাজ করবে।’
❤ Support Us