- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২০, ২০২৩
মোদি মমতার ২০ মিনিটের বৈঠক। রাজ্যের পাওনা নিয়ে কেন্দ্র-রাজ্য আলোচনার আশ্বাস প্রধানমন্ত্রীর
রাজ্যের বকেয়া নিয়ে বুধবার দিল্লির নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক শেষ হয়েছে ২০ মিনিটে। ১৬ মাস পরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর মুখোমুখি হলেন। মমতার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৯ জন তৃণমূল সাংসদ। তবে রাজ্যের বকেয়া নিয়ে মোদি-মমতা বৈঠক সেই অর্থে ফলপ্রসূ হয়নি বলেই মুখ্যমন্ত্রীর বক্তব্যে ধরা পড়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে ২৫ মিনিটের বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন,”আমরা ৯ জন সাংসদকে নিয়ে ১০ জনের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। আমরা ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কথা বলেছি। ১০০ দিনের টাকা পাওয়া রাজ্যের সাংবিধানিক অধিকার। সাংবিধানিক রীতি অনুসারে রাজ্যকে টাকা দিতে হবে। এছাড়া আবাস যোজনা, গ্রামোন্নয়ন, স্বাস্থ্য মিশন, অর্থ কমিশনের টাকা রাজ্যকে দেওয়া হয়নি। ১৫৫টি কেন্দ্রীয় দল এসেছে রাজ্যে কেন্দ্রের এই টাকা খরচের বিষয়ে অনুসন্ধান করতে। কিছু পায়নি। এর আগে তিনবার আমি প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের বকেয়া নিয়ে দেখা করে দাবি জানিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্রের ও রাজ্যের অফিসাররা এই বকেয়া নিয়ে বৈঠক করবেন, রাজ্যের কাছ থেকে ক্লারিফিকেশন বা ব্যাখ্যা নেবেন। প্রধানমন্ত্রী আমাদের কথা মনোযোগ সহকারে শুনেছেন। তবে আমরা এর আগেও ক্লারিফিকেশন দিয়েছি, কিন্তু টাকা পাইনি। রাজ্যের কেন্দ্রের কাছে মোট ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। দ্রুত টাকা দেওয়া হোক বলে আমি জানিয়েছি।”
মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সেই অর্থে সন্তুষ্ট নন সেটা সাংবাদিক সম্মেলন করার সময় বুধবার তাঁর শরীরী ভাষায় স্পষ্ট হয়ে উঠেছিল। মুখ্যমন্ত্রী যে ভঙ্গিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বর্ণনা দিলেন সেটাও খুব আশাব্যঞ্জক নয়। মুখ্যমন্ত্রী বলেছেন, “এর আগেও রাজ্য কেন্দ্রের থেকে বিভিন্ন প্রকল্পে যে টাকা পেয়েছে তা নিয়ে কেন্দ্রীয় টিম রাজ্যে এলে রাজ্য সেই হিসেবের ব্যাখ্যা দিয়েছে। তার পরেও রাজ্যকে কেন্দ্র টাকা দেয়নি।” বুধবারও মুখ্যমন্ত্রী জানান, “প্রধানমন্ত্রী সব শুনে বলেছেন, কেন্দ্রের অফিসার রাজ্যের অফিসারদের সঙ্গে রাজ্যের বকেয়া নিয়ে বৈঠক করবেন, ব্যাখ্যা চাইবেন।” শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা গেল না বৈঠক ফলপ্রসূ হয়েছে।
❤ Support Us