Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১১, ২০২৪

দেশের ৮৮ তম বাজেট পেশের আগে অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশের ৮৮ তম বাজেট পেশের আগে অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী

২০২৪ সালের কেন্দ্রীয় বাজেটের প্রাকলগ্নে, বৃহস্পতিবার নীতি আয়োগ(পূর্বতন যোজনা কমিশন)-এর বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আগামী ২৩ জুলাই অষ্টাদশ লোকসভার প্রথম বাজেট অধিবেশন। প্রাক-বাজেট এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ দেশের অর্থনৈতিক উপদেষ্টারা। উপস্থিত ছিলেন নীতি আয়োগের সহ সভাপতি সুমন বেরি। লোকসভার পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনের জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

কেন্দ্রীয় অর্থনীতিবিদ নির্মলা সীতারামন ইতিমধ্যে আসন্ন বাজেটের বিষয়ে প্রখ্যাত অর্থনীতিবিদ , শিল্পপতি ও বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করছেন।

বেশ কয়েকজন অর্থনীতিবিদ বিশেষজ্ঞ খরচের পরিমাণ বাড়াতে কর ছাড় দেওয়া এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পদক্ষেপগুলি বাস্তবায়নের জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন।

চলতি বছরে ফেব্রুয়ারিতে নির্মলা সীতারামন লোকসভা নির্বাচনের আগে ২০২৪-২৫-এর একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন। সেখানে তিনি জানান, ২০২৩-২৪ সালে অর্থনীতি ৮.২ শতাংশ হার বৃদ্ধি ঘটেছে।

আগামী ২০৪৭ সালে স্বাধীনতার একশো বছর পালন করবে ভারত।সে বছরে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তিরূপে আত্মপ্রকাশ করার লক্ষ্যে এগিয়ে যেতে চায় দেশ।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অষ্ট্রিয়ায় অনাবাসী ভারতীয়দের উদ্দেশ্যে তাঁর ভাষণেও ২০৪৭ সালের লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে জানিয়েছেন, ভারত অদূর ভবিষ্যতে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। আগামী দশ বছরে ভারত ‘বিকশিত ভারত’ হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। তিনি বলেছেন, একটি উন্নত দেশ রূপে ভারত ২০৪৭ সালে স্বাধীনতার একশো বছর উদযাপন করবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!