Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ১৪, ২০২৩

“সনাতন” পরম্পরাকে হাতিয়ার করে স্ট্যালিন পুত্রের বক্তব্যের জবাব। পাল্টা “ইন্ডিয়া” জোটকে বিঁধলেন মোদি

আরম্ভ ওয়েব ডেস্ক
“সনাতন” পরম্পরাকে হাতিয়ার করে স্ট্যালিন পুত্রের বক্তব্যের জবাব। পাল্টা  “ইন্ডিয়া” জোটকে বিঁধলেন মোদি

সনাতন ধর্ম নিয়ে এবার “ইন্ডিয়া” জোটকে সরাসরি নাম করে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রদেশের বীণাতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন যে সনাতনকে সারা জীবন ভরসা করেছিলেন মহাত্মা গান্ধি, এই “ইন্ডি” (এখন বিজেপি ইন্ডিয়া বলছে না)  জোট সেই সনাতনকে ধ্বংস করতে চায়।

প্রসঙ্গত কিছু দিন আগে “সনাতন ধর্ম” নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলন তামিলনাড়ুর মন্ত্রী তথা ওই রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধি। সনাতন ধর্মকে ডেঙ্গু, ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছিলেন তামিলনাড়ুর মন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধি। সেই একই অনুষ্ঠানে সনাতন ধর্ম নিয়ে মন্তব্য করেছিলেন তামিল শিক্ষামন্ত্রী পনমুদি। পরে নিয়ে বির্কিত মন্তব্য করেছিলেন ডিএমকে সাংসদ এ রাজা। এই পরিস্থিতিতে বিজেপি বারবার কংগ্রেস এবং ডিএমকে সহ বিরোধী জোটকে আক্রমণ শানিয়েছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি “ইন্ডিয়া” জোটকে সনাতন বিরোধী ও ধংসকারী বলে তীব্র সমালোচনা করলেন।

নরেন্দ্র মোদি বৃহস্পতিবার বলেন, “মহাত্মা গান্ধিজি সারা জীবন সনাতন ধর্মের ওপর ভরসা করেছেন। রাম ছিল তাঁর আরাধ্য। তাঁর মুখ থেকে “হে রাম”, শব্দটি শেষ শব্দ হিসেবে নির্গত হয়েছে। আর আজ “ইন্ডি” জোট সেই সনাতন ধর্মকে, সনাতন পরম্পরাকে উচ্ছেদ করতে চাইছে। এই সনাতন পরম্পরায় নির্ভর করে স্বামী বিবেকানন্দ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মনে , বিস্বাসে সনাতন ভাবনা জাগ্রত করেছেন। “ইন্ডি” জোটের লোকেরা ওই সনাতনকে শেষ করতে চাইছেন। এই সনাতন পরম্পরায় লোকমান্য তিলক আস্থাশীল ছিলেন। এই সনাতন পরম্পরায় নির্ভর করেই লোকমান্য তিলক ভারত মাতার প্রতি দায়বদ্ধ ছিলেন। গণেশ পুজোকে স্বতন্ত্র আন্দোলনের সঙ্গে জুড়ে দিয়েছেন। গণেশ পুজোকে সার্বজনীন পরম্পরায় পরিণত করেছেন। আই সেই সনাতন পরম্পরাকে “ইন্ডি” জোট হেলাফেলা করতে চাইছে। এই সনাতন বিস্বাসে নির্ভর করেই বিপ্লবীরা ফাঁসির মঞ্চে উঠে বলেছেন, আমি আবার যেন ভারত মাতার কোলে জন্ম নিতে পারি। এই সনাতন সংস্কৃতি সন্ত রবিদাসের প্রতিবিম্ব। মহর্ষি মাল্মিকীর ভাবনায় রয়েছে এই সনাতন সংস্কৃতি। এই সনাতন ভাবনা, সংস্কৃতি হাজার বছর ধরে ভারতকে একত্রিত করে রেখেছে। আর এই “ইন্ডি” জোটের লোকেরা এক হয়ে সনাতন পরম্পরাকে খন্ড খন্ড করতে চাইছে। তাই দেশের কোনায় কোনায় সনাতন ভাবনায় বিশ্বাসী মানুষদের এখন সতর্ক হওয়ার সময় এসেছে। সনাতন সংস্কৃতিকে বিনষ্ট করে দেশকে আবার এক হাজার বছর আগের গোলামীতে পরিণত করতে চাইছে। আমাদের সবার এক হয়ে, আমাদের সংগঠনের সবাইকে এক হয়ে ওদের মনের এই বাসনার বিরুদ্ধে লোরে সনাতন পরম্পরাকে রক্ষা করতে হবে।”

নরেন্দ্র মোদির এই ভাষণ শুনে যেটা বোঝা গেল স্ট্যালিন পুত্র ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি তথা নরেন্দ্র মোদির হাতে “ইন্ডিয়া” জোটকে পর্যুদস্ত করার জন্য “সনাতন”-পরম্পরা নিয়ে বিতর্কিত মন্তব্য করে একটি ধারালো অস্ত্র তুলে দিলেন। কেননা নরেন্দ্র মোদী স্পষ্ট বলেছেন, “আজ তারা প্রকাশ্যে সনাতনকে আক্রমণ করা শুরু করেছে, আগামীকাল তারা আমাদের উপর হামলা চালাবে। সারাদেশের সমস্ত সনাতনীরা এবং আমাদের দেশকে ভালোবাসে এমন মানুষদের তাই সজাগ থাকতে হবে। আমাদের এই ধরনের লোকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!