Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • নভেম্বর ৯, ২০২৩

“কংগ্রেস ক্ষমতায় এলেই ধ্বংস আসবে”, মধ্যপ্রদেশে ভোটের মুখে সতর্কবার্তা মোদির

আরম্ভ ওয়েব ডেস্ক
“কংগ্রেস ক্ষমতায় এলেই ধ্বংস আসবে”, মধ্যপ্রদেশে ভোটের মুখে সতর্কবার্তা মোদির

বৃহস্পতিবার মধ্যপ্রদেশের এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কংগ্রেস যদি ভোটে জিতে নধ্যপ্রদেশে সরকার গড়ে তাহলে রাজ্যবাসী তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত হবে। কারণ, কংগ্রেস মানুষের উন্নতি করবে না।

নভেম্বর মাসেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার সেই রাজ্যে ভোটের প্রচারে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। সাতনায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “কংগ্রেস আয়ি, তাবাহি লায়ি।” অর্থাৎ কংগ্রেস ক্ষমতায় এলে মধ্যপ্রদেশে ধ্বংস নেমে আসবে। পরিবারতন্ত্রের অভিযোগ নিয়েও কংগ্রেসকে কটাক্ষ করেন মোদি। তিনি বলেন, আসলে কংগ্রেস নেতারা নিজের ছেলেদের সেটিং করতে গিয়ে আসলে মধ্যপ্রদেশকে আপসেট করে দিচ্ছেন। কংগ্রেস নেতাদের একটাই উদ্দেশ্য, কার ছেলে মধ্যপ্রদেশের দখল নেবে।

নির্বাচনী প্রচারে গিয়ে নরেন্দ্র মোদির ভাষণে উঠে আসে মধ্যপ্রদেশের ভাইরাল ভিডিওর প্রসঙ্গ। কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংয়ের জামাকাপড় ছিড়ে দেওয়ার কথা বলছেন মধ্যপ্রদেশ কংগ্রেসের প্রধান কমল নাথ। বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া নিয়ে দুই নেতার মতবিরোধের জেরেই এমন মন্তব্য করেছেন কমল নাথ, এমনটাই জানা গিয়েছে। সেই প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদি তোপ দাগেন, এতদিন ধরে রাজ্যের ক্ষমতায় থাকা নেতারা আজ নিজেদের জামা ছেড়ার কথা বলছেন। তাহলে রাজ্যবাসীর জন্য উন্নয়নের প্রতিশ্রুতি দেবেন কী করে? ারা ক্ষমতায় এলে তো রাজ্যে ধ্বংস নেমে আসবে। নরেন্দ্র মোদির এই বক্তব্যের পর কংগ্রেস শিবির পাল্টা কটাক্ষ করে বলেছে, তাহলে কি নরেন্দ্র মোদি ভয় পাচ্ছেন? মধ্যপ্রদেশে পরাজয়ের আশংকা করছেন? না হলে যে কংগ্রেস দলকে নরেন্দ্র মোদি সর্বদা বলছেন, এটা দুর্নীতিবাজদের পার্টি, সেই পার্টি ক্ষমতায় আসবে বলে কি এখন মোদির মনে ভীতির সঞ্চার হয়েছে?


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!