- দে । শ প্রচ্ছদ রচনা
- অক্টোবর ২, ২০২৩
মরুরাজ্যের উদয়পুরে নির্বাচনী প্রচারে এসে কংগ্রেসকে তোপ মোদির

গতবছর রাজস্থানের উদয়পুরে এক দরজির মুণ্ডচ্ছেদের ঘটনায় সারা দেশে উত্তেজনা ছড়িয়েছিল। রাজস্থানে সামনেই বিধানসভা নির্বাচন, দলের প্রচারে গিয়ে সেই প্রসঙ্গ টেনে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, উদয়পুরের দরজির হত্যাকাণ্ড নিয়েও ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে অশোক গেহলট সরকার।
নরেন্দ্র মোদি সোমবার রাজস্থানের চিতরগড়ে দলীয় সভায় যোগ দিয়েছিলেন। সেই সভা থেকে কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, “উদয়পুরে যা ঘটেছে তা কল্পনাতেও ছিল না কারও। কাপড় সেলাইয়ের অজুহাতে ভয়হীনভাবে দরজির গলা কেটে নেওয়া হয়েছিল। এমন ঘটনাকেও কংগ্রেস ভোটব্যাঙ্ক হিসেবে দেখেছিল।” গত মাসে জয়পুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েও উদয়পুরের দরজি হত্যার প্রসঙ্গ টেনে এনেছিলেন মোদি। বলেছিলেন, সেই রাজ্যে কী করে লগ্নি আসবে, যেখানে এমন ভয়ংকর হত্যাকাণ্ড ঘটে চলে। তিনি আরও বলেন, কংগ্রেস শাসিত রাজস্থান দষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে।
চিতরগড়ে এদিন কংগ্রেসের দলীয় কোন্দল নিয়েও কটাক্ষ করেন নরেন্দ্র মোদি। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী অশোক গেহলট নিজের চেয়ার বাঁচাতে ব্যস্ত, বাকিরা তাঁকে সরানোর জন্য লেগে রয়েছে। এমন একটি দলের শাসনে রাজ্যের আমজনতা কখনই ভালো থাকতে পারে? এই প্রশ্ন ছুঁড়ে দেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, চলতি বছরের শেষেই রাজস্থানে ভোট। কংগ্রেস, বিজেপি-সহ সমস্ত দলই এখন রণকৌশল সাজাতে ব্যস্ত।
❤ Support Us