শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
দিল্লিতে জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে শনিবার। এই বৈঠকের অতিথি হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে সূচি অনুযায়ী সম্মেলন শুরুর আগে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠক করলেন। বৈঠকে আরও নতুন কিছু ক্ষেত্রে ভারত-বাংলাদেশ যৌথভাবে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন উভয় দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের নির্বাচনের আগে এটাই সম্ভবত নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার শেষ সাক্ষাৎ।
PM Shri @narendramodi holds bilateral talks with Bangladesh PM Sheikh Hasina ahead of the G20 Summit.#G20India pic.twitter.com/PsLsf6dCTJ
— BJP (@BJP4India) September 8, 2023
শুক্রবার বিকেলে নয়াদিল্লিতে নিজের বাসভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ দু’দেশের একাধিক শীর্ষ আধিকারিক।
Had productive deliberations with PM Sheikh Hasina. The progress in India-Bangladesh relations in the last 9 years has been very gladdening. Our talks covered areas like connectivity, commercial linkage and more. pic.twitter.com/IIuAK0GkoQ
— Narendra Modi (@narendramodi) September 8, 2023
বৈঠকের শেষে ভারতের প্রধানমন্ত্রী দফতরের তরফে জানানো হয়েছে, “নতুন-নতুন ক্ষেত্রে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । এর মধ্যে যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতির মতো একাধিক ক্ষেত্রে দু’দেশের বন্ধন আরও মজবুত করার বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী সহমত হয়েছেন। সেইসঙ্গে দু’দেশের মানুষের সম্পর্কের বন্ধনও আরও মজবুত করার বিষয়ে উভয়েই একমত হয়েছেন।”
বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও বাংলাদেশের মধ্যে যে তিনটি মউ স্বাক্ষরিত হবে, তা আগেই জানান বাংলাদেশের বিদেশমন্ত্রী আবদুল মোমেন। এর মধ্যে সাংস্কৃতিক বিনিময় ক্ষেত্রে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ও বাংলাদেশ ব্যাঙ্কের মধ্যে এবং কৃষি গবেষণা ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা নিয়ে মউ স্বাক্ষর হবে ভারত ও বাংলাদেশের সঙ্গে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34