Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ৩১, ২০২৪

বিভাজন বাড়িয়ে দেশের অগ্রগতি রুখতে চাইছে একদল, ঐক্যবদ্ধ মোকাবিলার আহ্বান প্রধানমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
বিভাজন বাড়িয়ে দেশের অগ্রগতি রুখতে চাইছে একদল, ঐক্যবদ্ধ মোকাবিলার আহ্বান প্রধানমন্ত্রীর

বহিরাগত এবং অভ্যন্তরীণ উভয় শক্তিই ভারতের ঐক্যের জন্য বড় ধরণের হুমকি। এই দুই শক্তিই বিভাজন তৈরি করে দেশের অগ্রগতি হ্রাস করতে চায়। কিছু শক্তি ভারতের অর্থনীতিকে অস্থিতিশীল করতে এবং বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করতে চায়। দেশের জনগণকে এই ‘‌শহুরে নকশালদের’‌ চিনতে এবং তাদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন।

গুজরাটের নর্মদা জেলার ‘‌স্ট্যাচু অফ ইউনিটি’‌তে জাতীয় ঐক্য দিবস বা রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন উপলক্ষে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘‌ভারতের ভেতরে এবং বাইরের কিছু শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং বিশ্বে জাতির একটি নেতিবাচক ভাবমূর্তি তৈরি করতে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা বর্ণের ভিত্তিতে দেশকে বিভক্ত করার চেষ্টা করছে এবং ভারতের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।’‌ গুজরাটের কেভাদিয়াতে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঐক্য ও অনুপ্রেরণার চেতনার কথা তুলে ধরেন। তিনি বলেন, গত দশক ভারতের ঐক্যের জন্য অভূতপূর্ব সাফল্যে ভরা এবং সরকারের প্রতিটি উদ্যোগ এবং মিশনে জাতীয় ঐক্য প্রতিফলিত হবে।

প্রধানমন্ত্রী দেশের জনগণকে ‘‌শহুরে নকশালদের’‌ জোটকে চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন। মোদির দাবি, এই শহুরে নকশালরাই দেশ ভাঙার চেষ্টা করছে। তিনি বলেন, ‘‌নকশালবাদ যেহেতু জঙ্গলে শেষ হয়ে যাচ্ছে, তাই শহুরে নকশালদের একটি নতুন মডেল মাথা তুলেছে। আমাদের শহুরে নকশালদের চিহ্নিত করতে হবে এবং তাদের মুখোশ খুলে দিয়ে মোকাবিলা করতে হবে। দেশবাসী যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে নিরাপদ থাকবেন।’‌

সর্দার বল্লভভাই প্যাটেলকে তাঁর জন্মবার্ষিকীতে সম্মান জানানোর পর প্রধানমন্ত্রী মোদি ‘‌এক দেশ, এক নির্বাচন’‌ বাস্তবায়নের প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন। তিনি ‘‌এক জাতি, এক নাগরিক’‌ কোডকে ধর্মনিরপেক্ষ সিভিল কোড হিসাবে উল্লেখ করেছেন। মোদি বলেন, ‘‌আমরা এখন এক জাতি, এক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। যা ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করবে, ভারতের সম্পদের সর্বোত্তম ফলাফল দেবে এবং দেশ একটি উন্নত ভারতের স্বপ্ন অর্জনে নতুন গতি পাবে। ‘‌এক জাতি, এক নাগরিক’‌ সিভিল কোড, একটি ধর্মনিরপেক্ষ সিভিল কোড।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!