- দে । শ প্রচ্ছদ রচনা
- ডিসেম্বর ৩০, ২০২৩
“মোদি গ্যারিন্টিই শক্তির উৎস,” অযোধ্যায় আত্মস্তুতি প্রধানমন্ত্রীর
অযোধ্যা সফরে এসে রামের নামে জয়ধ্বনি দিয়ে নিজের বক্তব্য শুরু করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি। পুরাণ ও ইতিহাসকে এক অদ্ভুত যুক্তিতে এক করে প্রধানমন্ত্রী। পাশাপাশি বললেন, মোদি গ্যারিন্টির শক্তির উৎসের কথা। পাশাপাশি তিনি দাবি করলেন, মোদি গ্যারিন্টির ফসল হল অযোধ্যার রামমন্দির।
#WATCH | Ayodhya, Uttar Pradesh: PM Narendra Modi says, “I have a request to all. Everyone has a wish to come to Ayodhya to be a part of the event on 22 January. But you know it is not possible for everyone to come. Therefore, I request all Ram devotees that once the formal… pic.twitter.com/pbL81WrsbZ
— ANI (@ANI) December 30, 2023
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার অযোধ্যার অনুষ্ঠান মঞ্চ থেকে বলেন, “আমি ভারতের প্রতিটি ধূলিকণার পূজারী। ২২ জানুয়ারি, রামমন্দির উদ্বোধনের ঐহিহাসিক মুহূর্তের জন্য বিশ্ব অপেক্ষা করে আছে। আমি দেশের ১৪০ কোটি ভারতবাসিকে হাতজোড় করে বলছি, ২২ জানুয়ারি, রামমন্দির উদ্বোধনের সন্ধ্যায় ঘরে ঘরে রাম জ্যোতি জ্বালিয়ে দিপাবলি উৎসব পালন করুন।সারা দেশ যেন সেদিন জ্বলজ্বল করে। এই ভারত নতুন ও পুরনো ভারতের সংমিশ্রণ।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার অযোধ্যার সভামঞ্চ থেকে বলেন, “রামলালা আগে তাবুতে ছিলেন। এখন তাঁর জন্য পাকা ঘর হল। দেশের চার কোটি গরিব মানুষকে পাকা বাড়ি দেওয়া হয়েছে। রামমন্দির অযোধ্যাকে অন্য মাত্রায় পৌঁছে দেবে। আয় বাড়বে অযোধ্যার মানুষের।”
অযোধ্যায় এদিন মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই বিমানবন্দর দিয়ে বছরে ১০ লক্ষ মানুষ যাতায়াত করবেন। এই বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল হয়ে গেলে বছরে ৬০ লক্ষ মানুষ বছরে যাতায়াত করবে। অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন দিয়েও ৬০ হাজার মানুষ রোজ যাতায়াত করবে।”
বন্দে ভারত, অমৃত ভারত, নমো ভারত এই তিন বিশেষ ট্রেন ভারতীয় রেলের গুরুত্ব ও মর্যাদা বৃদ্ধি করবে বলেও নরেন্দ্র মোদি মন্তব্য করেন। এদিন প্রধানমন্ত্রী অযোধ্যা থেকে ১৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন।”
প্রধানমন্ত্রী এদিন বলেন, “আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন হবে। ২২ তারিখ সবার আসার দরকার নেই। ২৩ জানুয়ারি থেকে আসা শুরু করুন রামলালা দর্শনে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে অযোধ্যায় আসুন। অন্যদের অযোধ্যায় আসতে বলুন।”
অযোধ্যায় দাঁড়িয়ে এদিন নরেন্দ্র মোদি বলেন, “আজকাল আমাকে অনেকে প্রশ্ন করেন মোদির গ্যারিন্টির এতো জোর কোথা থেকে আসে? আমি তাঁদের বলি, মোদির গ্যারিন্টির জোর হল এটাই যে মোদি যা বলে, তা করে। আর এই গ্যারিন্টির জন্যই আজ অযোধ্যায় রামমন্দির হয়েছে।”
প্রধানমন্ত্রী বলেন, “আধুনিক ভারতে মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর সারা দেশের, বিশ্বের সঙ্গে রামমন্দিরের সংযোগ রক্ষা করবে।”
❤ Support Us