- দে । শ
- মে ১৫, ২০২৩
গেরুয়া পালে হাওয়া ফেরাতে মোদিই মুখ । দেশজুড়ে মাসব্যাপী প্রচারে নামছে বিজেপি

নরেন্দ্র মোদীর ৯ বছরের সরকারের সাফল্য তুলে ধরতে মাসব্যাপী “বিশেষ যোগযোগ প্রচারাভিযান”-এর আয়োজন করেছে বিজেপি। ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত চলবে এই প্রচার অভিযান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩০ মে একটি বড় সমাবেশের মাধ্যমে এই প্রচার শুরু করবেন। তারপরে ৩১ মে অন্য একটি সমাবেশ হবে। এছাড়াও ৫১টি জনসভার জন্য বিজেপির শীর্ষ নেতারা দেশব্যাপী প্রচার চালাবেন। ৩৯৬টি লোকসভা আসনে এই জনসভা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি সভায় একজন করে কেন্দ্রীয় মন্ত্রী বা জাতীয় পার্টির কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
এই প্রচারাভিযান শুরুর আগের দিন অর্থাৎ আগামী ২৯ মে দেশব্যাপী একযোগে সাংবাদিক সম্মেলন করা হবে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী দলের নেতা এবং দলের অন্যান্য শীর্ষ নেতারা রাজ্যের রাজধানীগুলিতে সাংবাদিক সম্মেলন করবেন। তার পর দিন থেকে তাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ করবেন এবং সরকারের সাফল্যগুলি সম্পর্কে প্রচার করবে।
এই প্রচারাভিযানের লক্ষ্য প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন সরকারের নীতি এবং সাফল্যগুলি জনগণের কাছে পৌঁছে দেওয়া। বিজেপির মুখ্যমন্ত্রী, রাজ্যের বিরোধী দলের নেতা, সাংসদ এবং বিধায়কদেরও এই সমাবেশ এবং জনসভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।
প্রতিটি লোকসভা কেন্দ্রে ২৫০টি পরিবার সহ সারা দেশে এক লক্ষ নির্দিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা এই প্রচারাভিযানে নেওয়া হয়েছে। এই পরিবারগুলিতে ক্রীড়াবিদ, শিল্পী, শিল্পপতি এবং যুদ্ধে অংশগ্রহণকারীদের মতো প্রভাবশালী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে।
দলীয় কর্মীদের ত্রিস্তরীয় কর্মসূচির অংশ হিসেবে ১ থেকে ২২ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির তরফে । এর মধ্যে রয়েছে প্রতিটি লোকসভা আসনে প্রেস কনফারেন্স, বিশিষ্ট ব্যক্তিদের সমাবেশ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রভাবশালীদের সাথে বৈঠক, ব্যবসায়িক সম্মেলন এবং ‘বিকাশ তীর্থ’ কর্মসূচি।
প্রতিটি বিধানসভা কেন্দ্রের শীর্ষস্থানীয় কর্মীদের সঙ্গে সভা করবেন, কর্মীদের সঙ্গে দুপুরের খাবার খাবেন।দলের দলের সাতটি ফ্রন্টের যৌথ সম্মেলন, কল্যাণ প্রকল্পের সুবিধাভোগীদের জন্য একটি সম্মেলন এবং যোগ দিবস অর্থাৎ ২১ জুন একটি অনুষ্ঠান সহ বিধানসভা স্তরে কর্মসূচিরও আয়োজন করা হবে। ২৩ জুন, শ্যামা প্রসাদ মুখার্জির মৃত্যুবার্ষিকীতে, প্রধানমন্ত্রী মোদি ১০ লক্ষ বুথে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন। ২০ থেকে ৩০ জুন পর্যন্ত ঘরে ঘরে যোগাযোগ অভিযান চালানো হবে। উপরন্তু, একটি ‘মিসড কল ক্যাম্পেইন’ চালু করা হবে।
এই প্রচারাভিযান সফল করতে দলের রাজ্য ইউনিটগুলিকে প্রচারের প্রস্তুতি নিতে রাজ্য ওয়ার্কিং কমিটির একদিনের বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। দলের প্রচার কমিটি প্রচারের তদারকি করবে এবং এই প্রচার বাস্তবায়ন ও তদারকির জন্য বিশিষ্ট নেতাদের সমন্বয়ে দুই সদস্যের টিম গঠন করা হয়েছে। এই টিমটি একটি নির্ধারিত বিন্যাসে সংবাদ মাধ্যমের সম্পাদক, সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী এবং নির্দিষ্ট পরিবার সম্পর্কে রাজ্য ইউনিটগুলির কাছে তথ্য চেয়েছে।
❤ Support Us