Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২৭, ২০২৪

আগামী মাসেই ইউক্রেন সফরে যাচ্ছেন মোদি

আরম্ভ ওয়েব ডেস্ক
আগামী মাসেই ইউক্রেন সফরে যাচ্ছেন মোদি

আগামী মাসে ইউক্রেন সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একমাস আগে ইতালিতে জি ৭ শীর্ষ সম্মেলনে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর নরেন্দ্র মোদীর কিয়েভ সফর চূড়ান্ত হয়েছে। রাশিয়া ২০২২ সালে ইউক্রেন আক্রমণ করার পর ভারতের প্রধানমন্ত্রীর এটাই হবে প্রথম কিয়েভ সফর।

লোকসভা নির্বাচনের জিতে তৃতীয়বার দেশের দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর ইউক্রেন রাষ্ট্রপতি জেলেনস্কি মোদিকে অভিনন্দন জানান এবং সেদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। চলতি বছরের মার্চে জেলেনস্কির সঙ্গে ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা হয়। ভারত–ইউক্রেন অংশীদারিত্বকে শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন। চলমান সংঘাতের সমাধানের জন্য আলোচনা ও কূটনৈতিক পদক্ষেপের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, শান্তিপূর্ণ সমাধান সমর্থন করার জন্য ভারত তার সাধ্যের মধ্যে সবকিছু করতে প্রস্তুত। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত বলে আসছে, এই সমস্যা শুধুমাত্র আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমাধান করা যেতে পারে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘‌ভারত যে কোনও শান্তি প্রচেষ্টায় অবদান রাখতে প্রস্তুত।’‌

জুলাইয়ের শুরুতে দুদিনের মস্কো সফরেও গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করেন। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোর দিয়েছিলেন, সহিংসতার কোনও সমাধান যুদ্ধক্ষেত্রে পাওয়া যাবে না, এই বিষয়ের ওপর। তিনি বলেছিলেন, ‘‌ভারত সর্বদা আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বসহ জাতিসংঘের সনদকে সম্মান করার আহ্বান জানিয়েছে। যুদ্ধক্ষেত্রে কোনও সমাধান নেই। আলোচনা এবং কূটনীতিই এগিয়ে যাওয়ার একমাত্র পথ।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!