Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৪, ২০২৪

ব্রুনেই এর রাজার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্রুনেই এর রাজার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার ব্রুনেই-এর সর্ববৃহৎ শহর বান্ডার সেরি বেগাওয়ানে ব্রুনেই-এর সুলতান হাজি হাস্সানাল বোলকিয়ার সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক বসেন।  ব্রুনাই-এর সুলতানের আবাস ইস্তানা নুরুল ইমানের এই বৈঠকে জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বৈশ্য্ইক জলবায়ু পরিবর্তনের সঙ্গে, তেল, সাগরসহ বিস্তৃত বিষয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সংলগ্ন দেশগুলির সাথে জড়িত। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ককে শক্তিশালী করার জন্য নভেম্বর ২০১৪ সালে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশগুলোর মধ্যে ফোরাম ফর ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ড কোৎঅপারেশন (FIPIC) নামে একটি চুক্তি সংঘঠিত হয়েছিল ।যার প্রথম শীর্ষ সম্মেলন হয়, ফিজিতে ২০১৪ সালের নভেম্বরে । পরের বছরই সম্মেলন হয় ভারতের জয়পুরে ।

১৯৯২ সালে,  তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও এর সময় ভারত লুক ইস্ট পলিসি গ্রহণ করে। সে নীতি অনুযায়ী দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে আঞ্চলিক সম্পর্ক মজবুত করা আর চিনের শক্তিশালী বিরুদ্ধ শক্তি হিসাবে কাজ করা।নরেন্দ্র মোদি সরকারের প্রথম মেয়াদেই সেই নীতিতে আরো গুরুত্ব আরোপ করা হয় ।ভারতের লুক ইস্ট পলিসিরই গুরুত্বপূর্ণ সদস্য দেশ ব্রুনেই। কয়েকটি বিষয় প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন। ব্রুনেই এর জনসংখ্যা ৪,৫০,৫০০, যার মধ্যে ১৪০০০ ভারতীয়। ভারতীয় পররাষ্ট্র দফতর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্রুনাই-এর স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের উন্নয়নে ভারতীয়দের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।

ভারতের পররাষ্ট্র দফতর সূত্রে আরো বলা হয়েছে,আজকের বৈঠকে সুরক্ষা, বানিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এরূপ বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রুনাই-এর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইসরোর টেলিমেট্রি ট্র্যাকিং এবং টেলিকমান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দুই রাষ্ট্রপ্রধানই আন্তর্জাতিক নীতিকে সম্মান জানিয়ে দুই দেশের মধ্যেকার স্থলপথ, জলপথ ও আকাশপথের সুরক্ষা, প্রতিরক্ষার কথা পুনর্ব্যক্ত করেছেন।১৯৮২ সালে,  রাষ্ট্রসংঘের সমুদ্র বিষয়ক গৃহীত নীতির বিষয়েও সেখানে বলা হয়েছে । প্রধানমন্ত্রী মোদির সাম্প্রতিক এই সফর ঘিরে ভারতীয় দূতাবাসের একটি নতুন ভবনেরও উদ্বোধন হয়।

দুইদেশের দ্বিপাক্ষিক চুক্তির চল্লিশ বছর পূর্তি বছরে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ব্রুনেই সফরে গেলেন।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!