- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১০, ২০২৩
এশিয়াডে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, প্যারিস অলিম্পিকের জন্য দিলেন উৎসাহ

সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে দেশের মুখ উজ্বল করেছেন ক্রীড়াবিদরা। হ্যাংঝৌ থেকে এসেছে ১০৭টি পদক। ১০০ পদক জেতার দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, প্রত্যেক পদকজয়ী অ্যাথলিটের সঙ্গে তিনি সরাসরি দেখা করে সামনাসামনি শুভেচ্ছা জানাবেন। কথা রাখলেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার এক অনুষ্ঠানে পদকজয়ী ক্রীড়াবিদদের সঙ্গে মিলিত হয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যান বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুর।
এদিন অনুষ্ঠানে ক্রীড়াবিদদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা কঠোর পরিশ্রম করে এশিয়ান গেমস থেকে দেশকে পদক এনে দিয়েছেন। আপনাদের এই সাফল্য তরুণ প্রজন্মগকে উৎসাহিত করবে। ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দেশে কোনও দিন প্রতিভার অভাব ছিল না। পদক জেতার আপ্রান চেষ্টা করেছে। কিন্তু নানা প্রতিবন্ধকতার জন্য সেভাবে পদক আসেনি। ২০১৪ সালের পর থেকে ভারতীয় ক্রীড়াবিদরা বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। টপস–এর মতো প্রকল্প চালু হওয়ায় ক্রীড়াবিদদের অনেক সুবিধা হয়েছে।’
তাঁর আমলে সরকার ক্রীড়াবিদদের জন্য কোন কোন প্রকল্প চালু করেছে, সেই তথ্যও পদকজয়ী অ্যাথলিটদের সামনে তুলে ধরেন নরেন্দ্র মোদি। পাশাপাশি অ্যাথলিটদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘এবছর এশিয়ান গেমস থেকে ১০৭টি পদক এসেছে। পরের বার যাতে আরও বেশি পদক আসে, তা নিশ্চিত করতে সরকার সব ধরণের পদক্ষেপ গ্রহন করবে। প্যারিস অলিম্পিক থেকেও দেশকে পদক এনে দিন। অলিম্পিকের প্রস্তুতির জন্যও সরকার সবরকম সাহায্য করবে।’
এশিয়ান গেমসের সাফল্য ক্রীড়াবিদদের প্যারিস অলিম্পিকের জন্যও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘এশিয়ান গেমসে প্রায় সব ইভেন্ট থেকেই আমরা পদক জিতেছি। আগের থেকে পদকের সংখ্যা বাড়ছে। এটা ভাল লক্ষণ। এশিয়ান গেমসের পারফরমেন্স অ্যাথলিটদের প্যারিস অলিম্পিকেও অনুপ্রাণিত করবে।’ প্রসঙ্গত উল্লেখ্য, সদ্য সমাপ্ত এশিয়ান গেমস থেকে ভারত ২৮টি সোনা, ৩৮টি রুপো ও ৪১টি ব্রোঞ্জ জিতেছে।
❤ Support Us