- এই মুহূর্তে দে । শ
- জুন ১৪, ২০২৪
জেলেনস্কির সঙ্গে বৈঠক মোদির
ইতালিতে জি৭ শীর্ষ বৈঠক চলাকালীনই ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি, রুশ ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি এবং শান্তি প্রতিষ্ঠা নিয়ে নিজেদের অভিমত জানিয়েছেন দুই রাষ্ট্রপ্রধান।
ভারত বরাবরই যুদ্ধ বিরোধী। আন্তর্জাতিক কোনো সমস্যার ফয়সালা হোক কূটনৈতিক আলাপ আলোচনায়, সাম্প্রতিক রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়েও জেলেনস্কিকে এই বার্তা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রকের তরফে, এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে সেকথা।
শুক্রবার ইতালিতে উষ্ণ অভিনন্দন বিনিময়ের মধ্য দিয়েই শুরু হয় দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক। তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই মোদির প্রথম বিদেশ সফর। নির্বাচনের সাফল্য নিয়ে মোদিকে অভিন্দন জানান ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আগামী সপ্তাহেই সুইজারল্যান্ডে, রুশ ইউক্রেন যুদ্ধের স্থায়ী সমাধান খুঁজতে, অনুষ্ঠিত হতে চলেছে শান্তি সম্মেলন। সেখানে অংশগ্রহণ করুক ভারতও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সেই ইচ্ছা প্রকাশ করেন জেলেনেস্কি। ইতিমধ্যেই সুইজারল্যান্ডে ভারতের উপস্থিতি এবং যুদ্ধরত দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক আলাপ আলোচনার গুরুত্বের কথা বলেছেন মোদি। এপ্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভারতের অগ্রগন্য ভূমিকার প্রশংসাও করেন ইউক্রেন প্রেসিডেন্ট।
২০২২এ সমরখন্দে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিল ভারত এবং রাশিয়া। সেখানেই রুশ প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধ অন্তের বার্তা দিয়ে নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘এ যুগ যুদ্ধের জন্য নয়।’
❤ Support Us