- দে । শ প্রচ্ছদ রচনা
- সেপ্টেম্বর ২৫, ২০২৩
কংগ্রেসের ঠিকা নিয়েছে আরবান নকশালরা, ভোপালের জনসভায় ইন্ডিয়া জোটকে তীব্র আক্রমণ মোদির

মধ্যপ্রদেশের ভোপালের জাম্বুরি ময়দানের জনসভা থেকে মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসকে একহাত নিলেন। বললেন, “মনের থেকে নয়, বাধ্য হয়ে সংসদে ‘কংগ্রেস’ ও তাদের ‘ঘামন্ডিয়া’ জোট সঙ্গীরা এই বিলের পক্ষে ভোট দিয়েছে, মন থেকে যায়নি। ওরা জানে নারী শক্তি জাগছে, তাই আতঙ্কে ওরা ভোট দিয়েছে মহিলা সংরক্ষণ বিলের পক্ষে। আসলে কংগ্রেস ও তাদের জোট সঙ্গীরা মহিলাদের ভালো চায় না। চাইলে ৩০ বছর আগে কেন তারা মহিলা সংরক্ষণ বিল পাশ করেননি? কেন নরেন্দ্র মোদির সরকারের এই বিল পাশ করতে হল? মহিলারা গ্রামে দূর দূর থেকে খাবার জল এনেছে, এক ফোঁটা জলের জন্য তাদের দূরদূরান্তে যেতে হয়েছে। কংগ্রেস তাদের জন্য পানীয় জলের ব্যবস্থা করেনি। আমরা নলের সাহায্যে এখন সবার বাড়িতে পানীয় জল পৌঁছে দিয়েছি।”
প্রধানমন্ত্রী সংসদে রাহুল গান্ধি সহ সমস্ত বিরোধীদের প্রশ্নের উত্তরে স্পষ্ট করে বলতে পারেননি কবে এই মহিলা সংরক্ষণ বিল আইনে পরিণত হবে কিন্তু তিনি ভোটের প্রচারে এবার সোজা নিয়ে এলেন মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গ এবং এই বিল পাশের পুরো কৃতিত্ত্ব তিনি নিজেই দাবি করলেন। আর এই ইস্যুতে গালমন্দ করলেন কংগ্রেস সহ “ইন্ডিয়া” মঞ্চের সব দলকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বলেন,”কংগ্রেস নেতারা রুপোর চামচ মুখে নিয়ে জন্মেছে। ওরা মহিলাদের ভালো চায়না। কৃষক, শ্রমিকদের ভালো চায় না। ‘কংগ্রেস’ ও ‘ঘামন্ডিয়া’ জোট গরিব, মহিলাদের ভালো চায় না। কংগ্রেস আসলে একটা দেউলিয়া দল। ওদের দল পরিচালনার কেউ নেই। ওদের দলের ঠিকা এখন আরবান নকশালদের হাতে। কংগ্রেস ও এই ‘ঘামন্ডিয়া’ জোট সনাতন ধর্মের বিরোধিতা করছে। ওরা চায়না দেশের মানুষ ভালো থাকুক। দেশের মানুষের আত্মবিশ্বাস বাড়ুক। আমরা আগামী হাজার বছরের যাত্রা শুরু করেছি। মধ্যপ্রদেশের সাহায্য ছাড়া এই যাত্রার সাফল্য সম্ভব নয়।”
প্রধানমন্ত্রী বলেন, “এমন মধ্যপ্রদেশ গড়তে চাই যাতে এই রাজ্যের কোনও সমস্যা না থাকে। তাই আগামী ৫ বছরের জন্য আপনারা বিজেপি সরকারকে জয়ী করুন শুধু বিধানসভা নির্বাচনেই নয়, জয়ী করুন রাজ্যের সবকটি বুথে। আমাদের কাছে উন্নয়নের রোড ম্যাপ আছে। আমরা সেই পথ ধরে চলি। উন্নয়নের লক্ষ্যে আমরা স্থির। আগামী ২ অক্টোবর মহাত্মাজির জন্মদিনে আপনারা সারা দেশের সঙ্গে আপনাদের রাজ্যেও স্বচ্ছতা যাত্রায় অংশগ্রহণ করুন। আপনাদের হৃদয়ের থেকে বলুন ভারত মাতাকি জয়।”
প্রধানমন্ত্রী এদিন ভোপালের জনসভা থেকে দলের নেতা কর্মীদের বলেন, “আপনারা রাজ্যের সব মানুষের সঙ্গে যোগাযোগ করুন। মানুষের কাছে যান। শুধু মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনেই আমরা জিততে চাই না। আমরা চাই এই রাজ্যের সব বুথে জিততে, আপনারা সেই কাজকে সফল করুন। আপনাদের জন্য নরেন্দ্র মোদি আছেন।” অনুষ্ঠানে শিবরাজ সিং চৌহানের সঙ্গে খোলা জিপে করে প্রধানমন্ত্রী ভোপালের জাম্বুরি ময়দানে পৌঁছন। সভাস্থলে পৌঁছতেই মোদি-মোদি ধ্বনিতে সভাস্থল ভোরে ওঠে।
❤ Support Us