Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৯, ২০২৩

ব্রিগেডে গীতাপাঠের আসরে আসছেন না মোদি

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্রিগেডে গীতাপাঠের আসরে আসছেন না মোদি

২৪ ডিসেম্বরে ব্রিগেডে লক্ষ কন্ঠে গীতাপাঠ, ৫০ হাজার শঙ্খের ধ্বনি, হাজার হাজার সাধুসন্তের সমাবেশে আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আয়োজকদের একথা জানিয়ে দেওয়া হয়েছে বলেই সূত্রের দাবি।

বছর ঘুরলেই দেশে লোকসভা ভোটের বাদ্যি বেজে উঠবে। তার আগে আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর বসিয়ে বাংলায় হিন্দুত্বের আবেগকে তুঙ্গে তুলতে কোমর বেঁধেছে গেরুয়া শিবির। আয়োজন সফল করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। মোদি ব্রিগেডে আসবেন, সেই প্রচার করে লোক টানারও চেষ্টা করছেন আয়োজকরা। অথচ শেষমেশ প্রধানমন্ত্রীর আসাটাই ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল।

আয়োজকদের দাবি ছিল, প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে আসার জন্য প্রস্তুত ছিলেন। এমনকী নিজের কন্ঠে গীতার একটি শ্লোকও পাঠ করার কথা ছিল প্রধানমন্ত্রীর। সরকারিভাবে “রাজনীতি-রহিত অনুষ্ঠান” হলেও মূল মঞ্চেই দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতীর ও দেশের শীর্ষস্থানীয় অন‌্য সাধু-সন্তদের পাশেই প্রধানমন্ত্রীর বসার ব্যবস্থাও করা হয়েছিল পার্থসারথি মঞ্চে। অর্থাৎ গোটা অনুষ্ঠানটাই ছিল মোদি কেন্দ্রীক। কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে এই মোদিময় অনুষ্ঠানে শেষমেশ মোদিই থাকছেন না!


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!