- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২৭, ২০২৩
তাঁর “২ কোটি স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাকে লাখপতি”, বানাবার স্বপ্নই ২০২৪-এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নির্বাচনী প্রতিশ্রুতি !
নিজের স্বপ্নকে নির্বাচনী প্রতিশ্রুতিতে পরিণত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, “স্বয়ম্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ২ কোটি মহিলাকে আমি লাখপতি বানাব।” ২০২৪-এর লোকসভা নির্বাচনের মুখে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২ কোটি মহিলাকে লাখপতি বানাবার প্রতিশ্রুতি। বুধবার মধ্যপ্রদেশের স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের একটি সমাবেশে ভারচুয়ালি যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি বলেন, দ্রুত স্বয়ম্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত দেশের প্রায় ২ কোটি মহিলাকে তিনি লাখপতি বানাবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ”আমার অনেক দিনের স্বপ্ন স্বয়ম্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ২ কোটি মহিলাকে আমি লাখপতি বানাব।” এর পর ভারচুয়াল মাধ্যমে যে সব মহিলা তাঁর সঙ্গে কথা বলেছিলেন, তাঁদের প্রশ্ন করেন, “আপনারা সকলে লাখপতি হতে চান তো?” তাতে সকলেই হাত তুলে সম্মতি দেন।
তবে নরেন্দ্র মোদির প্রতিশ্রুতির উপর দেশের মানুষের ভরসা কতটা আছে সেটা বড় প্রশ্নের বিষয়। ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারে দেশবাসীকে বছরে ২ কোটি চাকরির স্বপ্ন দেখিয়েছিলেন। বলেছিলেন, দেশ থেকে কালো টাকা উদ্ধার করে দেশের সব নাগরিকের ব্যাঙ্কে ১৫ লক্ষ টাকা করে পাঠাবেন। সেই লক্ষ্যে জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা শুরু হয়েছিল। এক দশক বাদে ২০২৪ সালে ফের লোকসভা ভোট। ফের দেশের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বপ্ন দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তাঁর প্রতিশ্রুতি দেশের ২ কোটি মহিলাকে আগামী দিনে তিনি ‘লাখপতি’ বানাবেন।
বিজেপির প্রচারে নরেন্দ্র মোদি এখন “গ্যারান্টি”-র অপর নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তিকে ভোটের ময়দানে ব্যবহার করতে নতুন শব্দবন্ধ তৈরি করেছে বিজেপি। বিজেপির স্লোগান “মোদি কি গ্যারান্টি”, তবে এই নয়া শব্দবন্ধ ব্যবহার করা শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। সদ্য শেষ হওয়া পাঁচ রাজ্যের নির্বাচনে ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল “মোদি কি গ্যারান্টি” শব্দবন্ধ । যা ভোটবাক্সে বিজেপিকে ভালো মূল্য ফেরত দিয়েছে। এবার লোকসভাতেও বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার হতে চলেছে এই “মোদি কি গ্যারান্টি”। বুধবার এই ২ কোটি মহিলাকে লাখপতি করার যে প্রতিশ্রুতি নরেন্দ্র মোদি দিয়েছেন, তাতে গ্যারান্টি শব্দটি তিনি ব্যবহার করেননি। তবে তিনি স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন, তৃতীয়বার ক্ষমতায় এলে সেটাই হবে তাঁর প্রধান উদ্দেশ্য।
২০১৪ সালেও নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি ছিল বছরে ২ কোটি বেকারের চাকরি। সেই ২ সংখ্যাটাকে ঠিক রেখে এবার তিনি বলে বসলেন, ২ কোটি মহিলাকে লাখপতি বানাবেন। এখন দেখার দেশের মানুষ নরেন্দ্র মোদির এই আস্বাসে ভরসা রেখে তাঁকে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করেন কি না!
❤ Support Us