Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ২০, ২০২৩

ধনকড়ের মিমিক্রি। উপরাষ্ট্রপতিকে ফোনে দুঃখ প্রকাশ মোদির

আরম্ভ ওয়েব ডেস্ক
ধনকড়ের মিমিক্রি। উপরাষ্ট্রপতিকে ফোনে দুঃখ প্রকাশ মোদির

ভারতের সংসদের ইতিহাসে নজির বিহীন ঘটনা ঘটেছে। তিনদিনে ১৪১ জন বিরোধী সাংসদকে সংসদ থেকে সাসপেন্ড করা হয়েছে। আর তার জেরে সংসদ চত্বরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের মিমিক্রি করার ঘটনায় তোলপাড় এখন জাতীয় রাজনীতি। এই বিতর্কের মধ্যেই এবার ধনকড়কে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এক্স হ্যান্ডলে একথা জানালেন উপরাষ্ট্রপতি নিজেই।

সোশ্যাল মিডিয়ার পোস্টে জগদীপ ধনকড় লিখেছেন, “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির থেকে একটি টেলিফোন পেলাম। গতকাল কয়েকজন সম্মাননীয় সাংসদ যেভাবে ভয়ংকর নাটকীয়তার সৃষ্টি করলেন তাও পবিত্র সংসদ চত্বরে তা নিয়ে উনি গভীর বেদনা প্রকাশ করেছেন। বলেছেন, গত কুড়ি বছর ধরে এমনই অপমান পেয়ে আসছেন উনি। কিন্তু ভারতের উপরাষ্ট্রপতির সঙ্গে সংসদে এমন হওয়াটা দুর্ভাগ্যজনক। আমি ওঁকে বলেছি কয়েকজনের আচরণ আমাকে আমার কর্তব্য পালন করা থেকে আটকাতে পারে না।” সেই সঙ্গে তাঁর ঘোষণা, “আমি আমার হৃদয়ের গভীর থেকে এই মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কোনও অপমান আমাকে আমার পথ পরিবর্তন করতে বাধ্য করতে পারবে না।”

অভিযোগ, মঙ্গলবার সংসদ চত্বরে ধনকড়ের মিমিক্রি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, নিজের মোবাইল ফোনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই অঙ্গভঙ্গি রেকর্ড করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ধনকড় আগেই এই বিষয়ে ক্ষোভ জানিয়েছিলেন, সাংসদরা যা করেছেন তা “হাস্যকর”, “অনভিপ্রেত” এবং “লজ্জাজনক”। এবার আবার এক্স হ্যান্ডলে ক্ষোভ ও অভিমান প্রকাশ করলেন উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করার সমালোচনা করেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!