Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৭, ২০২৩

“ডিপফেক” নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর, গণমাধ্যমকে এই বিষয়ে সচেতনতার বাড়াতে আহ্বান

আরম্ভ ওয়েব ডেস্ক
“ডিপফেক” নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর, গণমাধ্যমকে এই বিষয়ে সচেতনতার বাড়াতে আহ্বান

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী । দিল্লিতে বিজেপির দলীয় অনুষ্ঠানে এবিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়ানো বা তা ব্যবহারের পিছনে মন্দ অভিপ্রায় রয়েছে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে গণমাধ্যমকেও আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আমি সম্প্রতি একটি ভিডিও দেখেছি যেখানে আমাকে একটি গরবা গান গাইতে দেখা গেছে। অনলাইনে এরকম আরও অনেক ভিডিও রয়েছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ডিপফেক’-এর এই ভয়ঙ্কর হুমকি একটি বড় উদ্বেগ হয়ে উঠেছে এবং প্রত্যেকের জন্য  সমস্যা তৈরি করতে পারে। ‘ডিপফেক’ হচ্ছে সেই কাজ যা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কোন ব্যক্তির মুখ, কণ্ঠ এবং শরীরকে পরিবর্তন করে অন্য কোন ব্যক্তির মতো করে তৈরি করা হয়। অর্থাৎ করোও শরীরের সঙ্গে অন্য কারও মুখ বসিয়ে দেওয়া হয়।

সম্প্রতি অভিনেত্রী রশ্মিকা মান্দানার একটি লিফটে প্রবেশের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে বিতর্ক শুরু হয়েছিল। প্রাথমিকভাবে যা আসল বলে মনে হয়েছিল তা আসলে অভিনেত্রীর একটি ডিপফেক ছিল। আসল ভিডিওটিতে একজন ব্রিটিশ ভারতীয় মেয়ে জারা প্যাটেলকে দেখানো হয়েছে এবং তার মুখের পরিবর্তে রশ্মিকা মান্দানার মুখ বসিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইন্সটাগামের মতো প্ল্যাটফর্মেও এখন রাজনৈতিক নেতাদের ডিপফেক অডিও এবং ভিডিওর ঢেউ উঠেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!