Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ৫, ২০২৪

দ্রৌপদি মুর্মুর হাতে পদত্যাগ পত্র তুলে দিলেন মোদি।আজই কী নয়া মন্ত্রীসভা গঠনের দাবি পেশ এনডিএর ?

আরম্ভ ওয়েব ডেস্ক
দ্রৌপদি মুর্মুর হাতে পদত্যাগ পত্র তুলে দিলেন মোদি।আজই কী নয়া মন্ত্রীসভা গঠনের দাবি পেশ এনডিএর ?

চতুর্দশ প্রধানমন্ত্রীর পদ থেকে ‘আনুষ্ঠানিক’ ইস্তফা দিলেন নরেন্দ্র মোদি। আজ রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর হাতে তুলে দিলেন ‘নিয়মমাফিক’ পদত্যাগের চিঠি। যদিও পরবর্তী মন্ত্রীসভা গঠন পর্যন্ত তাঁকে তাঁর কাজ চালিয়ে যেতে অনুরোধ করেন সাংবিধানিক প্রধান।আট জুন দেশের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি।

তবে এর মাঝে কিছু অঙ্ক আছে। কেননা এনডিএ জোটের বড় শরিক বিজেপি নিজেই ম্যাজিক ফিগার টপকাতে পারেনি। মোট ২৯৩ টি আসনে তাদের প্রাপ্তি ২৪০। সেক্ষেত্রে তাদের ভরসা করতে হবে অন্যান্য জোট শরিকদের ওপর। সেক্ষেত্রে জানা গেছে অন্ধ্রের চন্দ্রবাবু নাইডু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছেন। শোনা গেছে অন্ধ্রের জন্য বিশেষ প্যাকেজ চেয়েছেন তিনি। তবে এন ডি এ জোটে তিনি যে থাকবেন , তা নিশ্চিত করেছেন চন্দ্রবাবু। তাঁর দল তেলুগু দেশম পার্টি পেয়েছে ১৩ টি আসন। অপরদিকে বিহারের নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড পেয়েছে ১২ টি আসন। লোক জনশক্তি(রামবিলাস) পেয়েছে ৫, মহারাষ্ট্রে একনাথ শিন্ডের শিবসেনা পেয়েছে ৭ আসন।জেডিএস, আরএলডি, জেএনপি প্রভৃতি পেয়েছে ২ টি করে আসন। তাই এসব জোট সঙ্গীদের মুখের দিকে আপাতত তাকিয়ে থাকতে হচ্ছে পদ্ম শিবিরকে। আজ বেলা ১১:৩০ এ প্রধানমন্ত্রীর বাসভবনে ক্যাবিনেটের শেষ বৈঠক ডাকা হয়। সূত্র জানাচ্ছে, তিন তিনটি মন্ত্রিত্বের পদ দাবি করেছে নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড । একটি পূর্ণাঙ্গ মন্ত্রক ও দুটি রাষ্ট্রমন্ত্রীর পদ চেয়েছে একনাথ শিন্ডের শিবসেনা। চিরাগ পাসোয়ানের দল লোক জনশক্তি চেয়েছে একটি পূর্ণ মন্ত্রক ও একটি স্বরাষ্ট্র মন্ত্রক এবং জিতন রাম মাঝির নেতৃত্বাধীন হিন্দুস্থানি আওয়াম মোর্চা একটি পূর্ণ মন্ত্রক দাবি করেছে।

তবে মোদি-শাহের দুশ্চিন্তার বিষয় এই যে, তেলুগু দেশম বা জেডিইউ দুজনেরই জোটভঙ্গের পুরনো ইতিহাস আছে। চন্দ্রবাবু নাইডু অন্ধ্রের বিশেষ প্যাকেজ না পাওয়ায় ২০১৮এ এন ডি এ জোট ত্যাগ করেন। আবার নীতিশ কুমার ইন্ডিয়া জোট ভেঙে এডিএতে যোগ দিয়েছেন নির্বাচনের প্রাক মুহূর্তেই।এমতাবস্থায় তৃতীয় বারের মত আঞ্চলিক শক্তিই শেষমেশ ৮ জুন নরেন্দ্র মোদির শপথ গ্রহণের পথে মূল কান্ডারী হয়ে উঠতে পারার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নেহেরুর উত্তরসূরি রূপে তিনিই দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি টানা তিনবার প্রশাসনিক প্রধানরূপে শপথ নেবেন।সূত্রের খবর আজই নতুন মন্ত্রীসভা গঠনের দাবি জানিয়ে রাষ্ট্রপতির কাছে যেতে পারে বিজেপি এবং তার শরিক দল


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!