Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৫, ২০২৩

দেশে ফিরেই সংসদের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটকারী দলগুলির উপর প্রধানমন্ত্রীর কৌশলী আক্রমণ

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশে ফিরেই সংসদের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটকারী দলগুলির উপর প্রধানমন্ত্রীর কৌশলী আক্রমণ

ত্রিদেশীয় সফর শেষে দেশে ফিরেই বৃহস্পতিবার সকালে নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান বয়কট করা ১৯টি বিরোধী দলকে কৌশলে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপান, পাপুয়া নিউ গিনি এবং অস্ট্রেলিয়া সফর শেষ করে দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছেছিলেন। আর দেশে পৌঁছেই তিনি ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট করা বিরোধী দলগুলিকে কৌশলে একদিকে আক্রমণ অন্যদিকে ব্যঙ্গ করেছেন।

অস্ট্রেলিয়ায় তাঁর সফরের কথা  উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “অস্ট্রেলিয়ার অনুষ্ঠানে হাজার হাজার ভারতীয় উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠানে  শুধুমাত্র অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজই নয়, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিরোধী নেতারাও তাঁদের দেশ ও জাতির স্বার্থে একসাথে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।” তিনি তাঁর এই মন্তব্যের মধ্যদিয়ে বোঝাতে চেয়েছেন, দেশের স্বার্থে এই জাতীয় অনুষ্ঠানে সব বিরোধী দলের উপস্থিত হওয়া জরুরি।

বৃহস্পতিবার সকালে পালাম বিমানবন্দরে, ভারতীয় জনতা পার্টি কর্মীরা প্রধানমন্ত্রী মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলের সভাপতি জেপি নাড্ডাও।

তাঁকে স্বাগত জানাতে আসা সমবেত জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন,”আমি আমার জাতিকে বিশ্বের সামনে কোনো দ্বিধায় নয়, আত্মবিশ্বাস ও গর্বের সঙ্গে ইউল ধরি, ডিফেসের গৌরবের কথা বলি। কেন বলি? এর অন্তর্নিহিত কারণ হল আপনারা সবাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে  সরকারকে বেছে নিয়েছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, “যখন আমি কথা বলি, বিশ্ব শুধু আমাকে বিশ্বাস করে না, আমি যে ১৪০ কোটি ভারতীয়দের প্রতিনিধিত্ব করি তাদেরও বিশ্বাস করে।” এই মন্তব্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী রাহুল গান্ধির ব্রিটেন সফরকালে ভারতের গণতন্ত্র নিয়ে করা মন্তব্যের প্রসঙ্গই যে উল্লেখ না করে আবার দেশবাসীকে স্মরণ করিয়ে দেয় সেটা বলাই বাহুল্য।

প্রধানমন্ত্রী এদিন বলেন, তিনি যে নেতাদের সঙ্গে সাক্ষাত করেন তারা  “জি ২০-এর সভাপতিত্বে থাকা ভারতের জন্য মুগ্ধ হয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!