Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৬, ২০২৩

কেন্দ্রের নয়া ঘোষণা, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবার ভারতেই

আরম্ভ ওয়েব ডেস্ক
কেন্দ্রের নয়া ঘোষণা, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবার ভারতেই

আর বিদেশে নয়, দেশের মাটিতেই বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও ডিগ্রি অর্জনের সুযোগ পেতে চলেছেন ভারতীয় পড়ুয়ারা। উচ্চশিক্ষায় মানোন্নয়নে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণের পথে কেন্দ্র।

দেশের উচ্চশিক্ষায় বড়সড় রদ বদল ঘটাতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। ইয়েল, অক্সফোর্ড এবং স্ট্যানফোর্ডের মতো নামী-দামি শিক্ষাঙ্গনের ক্যাম্পাস ভারতে খোলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাঁদের খসড়া প্রতিবেদনে জানিয়েছেন, ভারতে এমন উদ্যোগ এই প্রথম। ভারতীয় ও বাইরের দেশের শিক্ষার্থীদের ভর্তি পদ্ধতি, বেতন কাঠামো, স্কলারশিপ প্রদান ইত্যাদি সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে এই বিশ্ববিদ্যায়ের স্থানীয় ক্যাম্পাসগুলো। কর্মী ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও থাকবে স্বতন্ত্র অধিকার।

ভারতীয় শিক্ষা পরিকাঠামোর মান উন্নয়নের লক্ষ্যেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই পদক্ষেপ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ভারতে যদি এই শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ক্যাম্পাস গড়ে ওঠে, তাহলে তুলনামূলক অনেক স্বল্প খরচে সাধারণ ভারতীয় পড়ুয়ারা বিশ্বমানের পঠন পাঠনের সুযোগ পাবে। বিপুল অর্থ খরচ করে বাইরের দেশে পড়তে যাওয়ার প্রবনতাও কমবে। উল্লেখ্য, ভারতীয় পড়ুয়ারা দেশে থেকে বিদেশের বিশ্ববিদ্যালয়য়ে পড়াশোনার সুযোগ পেলেও, পরীক্ষা দিয়ে ডিগ্রি পেতে তাদের বাইরের বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে যেতে  হয়। কেন্দ্রের নয়া সিদ্ধান্ত কার্যকর হলে, দেশে বসেই শিক্ষার্থীরা বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করতে পারবে। 

প্রধানমন্ত্রী মোদির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশের শিক্ষা জগতের বৃহদাংশ । তাঁদের বক্তব্য ভারতের ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই বিদেশের মাইক্রোসফট সহ নামজাদা সংস্থায় কাজ করেছে কিন্তু তা সত্ত্বেও বিশ্ব প্রতিভা সূচকে ভারত ১৩৩টি দেশের মধ্যে ১০১ স্থানে দাঁড়িয়ে। ভারতীয় পড়ুয়াদের মান উন্নয়ণে দেশের শিক্ষাব্যবস্থার মানন্নোতি একান্ত আবশ্যক বলেই মত তাঁদের। অন্যদিকে, এই শিক্ষা প্রতিষ্ঠান গুলোর উপস্থিতি ভারতের সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোকে প্রতিযোগিতার বাজারে আরও পিছনে ফেলে দেবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দেশের শিক্ষাবিদদের অনেকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!