- এই মুহূর্তে দে । শ
- মে ২৭, ২০২৩
মমতার পাশাপাশি নীতিশ, কেজরি, ভগবন্ত, কেসিআর থাকছেন না নীতি আয়োগের বৈঠকে।রাজস্থান, কেরেলা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীরাও যাচ্ছেন না দিল্লি

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আজ শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত থাকছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। পাশাপাশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, রাজস্থানের অশোক গেহলট, কেরালার পিনারাই বিজয়নও দিল্লির বৈঠক এড়িয়ে যেতে পারেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের প্রতিনিধি হিসেবে অর্থদপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে পাঠাতে চেয়েছিল রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের এই প্রস্তাব খারিজ করে দিয়ে মুখ্যমন্ত্রীকেই এই বৈঠকে যোগ দেওয়ার জন্য কেন্দ্রের তরফে অনুরোধ করা হয়। এই পরিস্থিতিতে বৈঠকে পশ্চিমবঙ্গের কোনও প্রতিনিধি থাকছেন না।
ঠিক একই ভাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বৈঠকে যোগ দিচ্ছেন না বলে জানা গিয়েছে। ফলে এখনও পর্যন্ত পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে দিল্লির নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না। প্রসঙ্গত এই পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীই কেন্দ্রের বিজেপি বিরোধী জোটে রয়েছে।
❤ Support Us