Advertisement
  • ন | গ | র | কা | হ | ন প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ৮, ২০২৩

জি-২০-র চলাকালীন ১৫ জন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী, ১৫ জনের তালিকায় আছেন তালিকায় বাইডেন, সুনক, মাকরঁ, হাসিনা

জি-২০-র চলাকালীন ১৫ জন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী, ১৫ জনের তালিকায় আছেন তালিকায় বাইডেন, সুনক, মাকরঁ, হাসিনা

নয়াদিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলন-পর্বে মোট ১৫ জন রাষ্ট্রনেতার সঙ্গে পার্শ্ববৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার প্রধানমন্ত্রী সচিবালয় সূত্রে এ খবর জানানো হয়েছে। এই ১৫ জন মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঋষি সুনক, মাকরঁ-এর মতো রাষ্ট্রনেতা।

ভারত সরকারের সূত্রে জানা গেছে, শুক্রবার বাইডেন এবং হাসিনার সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী। নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হবে। তার আগে ৭ লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, নরেন্দ্র মোদি-শেখ হাসিনা বৈঠকে বাংলাদেশি এবং ভারতীয় টাকার মাধ্যমে লেনদেন সুগম করা, কৃষি গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে তিনটি সমঝোতাপত্র সই হতে পারে। দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বিদ্যুৎ এবং রেলপথের একাধিক প্রকল্পের উদ্বোধনও হতে পারে।

আগামীকাল  ৯ এবং ১০ সেপ্টেম্বর অর্থাৎ শনি ও রবিবার, নেয়া দিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনের আসর বসতে চলেছে। ওই সম্মেলনে এ বার সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি২০-র সদস্য না হলেও দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসাবে বাংলাদেশ দু’দিনের এই শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে। যা দুই দেশের সম্পর্ককে এক আলাদা  উচ্চতায় পৌঁছনোর দৃষ্টান্ত বলেই মনে করছে কূটনৈতিক মহল। পর্যবেক্ষক রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে দিল্লিতে হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার প্রথমে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদি। দুপুরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর সঙ্গে হবে মধ্যাহ্নভোজ এবং বৈঠক। জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এর্ডোগান, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। এ ছাড়া সংযুক্ত আরব আমিরশাহি, দক্ষিণ কোরিয়া, নাইজিরিয়া, ব্রাজিলের রাষ্ট্রনেতাদের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর।

জি-২০ম শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ভারতের রাজধানী নয়াদিল্লির নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে যানবাহন, স্কুল-কলেজ-সাধারণের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, শুক্রবারের মধ্যবর্তী রাত থেকে রবিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে নয়াদিল্লিতে। পুরো দিল্লিকে “নিয়ন্ত্রিত অঞ্চল” ঘোষণা করা হয়েছে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
House publication
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!