Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৮, ২০২৪

অরুণাচলে বিশ্বের দীর্ঘতম জোড়া সুড়ঙ্গপথ। শনিবার সূচনায় মোদি

আরম্ভ ওয়েব ডেস্ক
অরুণাচলে বিশ্বের দীর্ঘতম জোড়া সুড়ঙ্গপথ। শনিবার সূচনায় মোদি

শনিবার অরুণাচল প্রদেশে বিশ্বের দীর্ঘতম ‘টুইন-লেন’ সেলা সুড়ঙ্গপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,০০০ ফুট উচ্চতায় অবস্থিত নবনির্মিত এই টানেল দিয়ে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যাতায়াত সহজ হবে। তাওয়াং সেক্টরের সীমান্ত লাগোয়া সেনা ছাউনিতে সামরিক সরঞ্জাম সহ পণ্য পরিবহনের সময়ও কমে যাবে ।

২০১৯ এর ফেব্রুয়ারিতে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোদি । এরপর দ্রুত টানেল তৈরির কাজ শুরু হলেও করোনাকালে কিছুটা থমকে যায় গতি। অবশেষে আগামীকাল ইটানগর থেকে ভার্চুয়ালি এই সুড়ঙ্গপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । প্রকল্পের জন্য খরচ হয়েছে ৮২৫ কোটি টাকা।

সেলা পাসের পশ্চিমাংশের দুই শৈলশৃঙ্গের মধ্যে দিয়েই গেছে এই জোড়া সুড়ঙ্গপথ। প্রথম টানেলের দৈর্ঘ্য হল ১,০০৩ মিটার। দ্বিতীয় ১,৫৯৫ মিটার। প্ৰথম সুড়ঙ্গের ভেতরে রাস্তার দৈর্ঘ্য ৮.৬ কিমি। দ্বিতীয় টানেলে রয়েছে একটি বাই-লেন। একটি যাত্রী ও পণ্য পরিবহন চলাচলের জন্য ব্যবহৃত হবে। বাইলেনের দ্বিতীয় টিউবটি আপৎকালীন পরিস্থিতির জন্য সংরক্ষিত থাকবে।

প্রকল্পের সঙ্গে যুক্ত প্রযুক্তিবিদরা জানিয়েছেন প্রতিদিন ৩,০০০ যাত্রীবাহী এবং ২,০০০ পণ্যবাহী যান চলাচলের বহন ক্ষমতা রয়েছে এই জোড়া সুড়ঙ্গপথের। টানেলের ভেতর বাহনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার।

শীতকালে বরফে আটকে যায় তাওয়াং যাওয়ার সরাসরি রাস্তা, ফলে প্রায় তিনমাস ঘুর পথে যেতে হয় ভারত-চিন সীমান্তে । নতুন এই সুড়ঙ্গপথে লাঘব হবে সে সমস্যা । সড়কপথে তাওয়াং যাত্রার সময়ও কমবে একঘন্টা। এতে সামরিক এবং সামাজিক জীবনও আরও গতি পাবে, উন্নতি হবে আঞ্চলিক অর্থনীতির।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!