- প্রচ্ছদ রচনা
- মার্চ ৩, ২০২২
রুশ-ইউক্রেন যুদ্ধের আবহে আজ আমেরিকা-জাপান-অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন মোদি ।
উঠে আসবে প্রশান্তমহাসাগরীয় এলাকার উন্নয়নের বিষয়-আশয়।
ছবি: টুইটার।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির মাঝেই বৈঠকে বসছেন কোয়াড সদস্যদেশগুলি। আজ, বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা-র সঙ্গে বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের বৈঠকে রুশ-ইউক্রেন পরিস্থিতি নয়, প্রশান্তমহাসাগরীয় এলাকার উন্নয়ন নিয়ে কথা হবে। কোয়াডের সদস্য দেশগুলি পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ককে মজবুত বিষয় নিয়ে ভার্চুয়াল আলোচনা করবে। পাশাপাশি উঠে আসবে আঞ্চলিক উন্নয়নের প্রসঙ্গ।
২০২১ সালের সেপ্টেম্বর মাসে কোয়াডভুক্ত দেশগুলির প্রধানরা ওয়াশিংটনে বৈঠকে বসেছিলেন । বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, আজ ভার্চুয়াল আলোচনায় কোয়াডের রাষ্ট্রপ্রধানরা ইন্দো-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের উন্ননয় নিয়ে পারস্পরিক মতামত তুলে ধরবেন ।গত কয়েক বছর ধরে প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে চিনের তৎপরতা বেড়েছে, একারণে আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরইমধ্যে রুশ-ইউক্রেন যুদ্ধে চিন রাশিয়াকে পাশে দাঁড়িয়েছে। কোয়াড সদস্য আমেরিকা, অস্ট্রেলিয়া বা জাপান ইউক্রেনকে সমর্থন করছে ।বৈঠকের বিষয়-আশয় নিয়ে ভারতের বিদেশমন্ত্রক বিস্তারিত তথ্য জানায় নি। আগের বিভিন্ন বৈঠকে যে সব কর্মসূচি নেওয়া হয়েছিল, তা কতটা কার্যকর ও ফলপ্রসূ হয়েছে, এবার তা খতিয়ে দেখা হবে।
আজ কোয়াডের বৈঠক হওয়ার কথা ছিল না। ২০২২ সালের প্রথম দিকে জাপানে এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু দিনক্ষণ স্থির হয়নি। হঠাৎ বৈঠকের সিদ্ধান্ত নেওয়ার কারণ সম্ভবত চিনের নজরদারি ও রুশ-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি। গত সপ্তাহে ইউক্রেনের উপর রুশ হামলা শুরু হওয়ার পর আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া রাশিয়াকে আর্থিক অনুদান বন্ধ করার নিষেধাজ্ঞা জারি করে । ভারত এই ঝামেলায় জড়াতে চাইছে না। বারবার দুই দেশকে আলোচনায় বসতে বলছে । রুশ আগ্রাসনের নিন্দাও করেনি। এই মুহূর্তে নয়া দিল্লির প্রথম দায়িত্ব ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের স্বদেশে নিয়ে আসা ।
❤ Support Us