- এই মুহূর্তে দে । শ
- জুন ৮, ২০২৪
রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই বিদেশ সফরের তোড়জোড় শুরু ? মোদিকে আমন্ত্রণ জানালো ইটালি, সুইজারল্যান্ড

রবিবার সন্ধ্যায় তৃতীয় মোদি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে রাষ্ট্রপতি ভবনে সাজ সাজ রব । কোনো রকম অপ্রিতীকর ঘটনা রুখতে জোরদার করা হয়েছে নিরাপত্তা প্রস্তুতি । ইতিমধ্যেই দিল্লির আকাশে ড্রোন অথবা আকাশযান ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিরক্ষা দফতর ।
‘প্রতিবেশি প্রথম’ এই নীতিকে গুরুত্ব দিয়ে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, মরিশাস ও মালদ্বীপ সহ সাতটি দেশ আমন্ত্রণ জানানো হয়েছে । অতিথি তালিকায় জুড়েছে সেশেলসের নামও । ইতিমধ্যেই পড়শি দেশ থেকে আমন্ত্রিত রাষ্ট্রনেতারা আসতে শুরু করেছেন নয়াদিল্লিতে । এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয়বারের দায়িত্বগ্রহণের সূচনা অনুষ্ঠানে আসার কথা নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালের । প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু সহ মালদ্বীপের তিন মন্ত্রী রবিবার ভারতের নতুন মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন বলে জানিয়েছেন । এছাড়াও রাপন্তরকামী, সাফাইকর্মী, শিক্ষক, পড়ুযাদের আমন্ত্রণ জানানো হয়েছে । উপস্থিত থাকার কথা সমাজের বিভিন্ন স্তরের মানুষদের ।
রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি জানিয়েছেন রবিবারের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে শপথ নেবেন মন্ত্রীসভার সদস্যরাও । শপথগ্রহণের অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করবেন ১৮জন মন্ত্রী । এরমধ্যে ৭ জন পূর্ণ মন্ত্রী । তাদের মধ্যে দুজন বিজেপির, বাকিরা সবাই শরিক দলের । সূত্রের খবর, পূর্ণমন্ত্রীর তালিকায় রয়েছেন দুজন টিডিপির সাংসদ, দুজন জেডিইউ এবং একজন শিবসেনার সদস্য । বাংলা থেকে অভিজিৎ গাঙ্গুলি শপথ নিতে পারেন মোদির সঙ্গে । নরেন্দ্র মোদি ও তাঁর মন্ত্রীসভার অন্য সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
রবিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে রাইসিনা হিলসে শপথ গ্রহণ অনুষ্ঠান । তারপরই দেশের ১৫তম প্রধানমন্ত্রী বিদেশ সফরে যেতে পারেন । ইতিমধ্যেই রোমে জি৭ শীর্ষ বৈঠকে যোগদানের জন্য আমন্ত্রণ বার্তা পেয়েছেন তিনি । ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আমন্ত্রণ গ্রহণ করে ইটালির ৭৯ তম বার্ষিক লিবারেশন ডে উপলক্ষে সবাইকে শেভেচ্ছা জানিয়েছেন মোদি । ১৩ থেকে ১৫ জুন রোমে বসবে ওই বৈঠক । বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেখানে আলোচনা হওয়ার কথা । জি২০তে ভারতের সাফল্য নিয়ে বক্তব্য রাখতে পারেন তিনি ।
১৬ জুন সুইজারল্যান্ডের বার্জেনস্টকে থেকে এসেছে আরেকটি আমন্ত্রণ । ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির জেলেনস্কির তরফে ‘সামিট অব পিস ইন ইউক্রেন’ এ যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ এসেছে । যদিও রুশ-ইউক্রেন যুদ্ধ আবহে শেষ পর্যন্ত নমো সেখানে যাবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে ।
❤ Support Us