Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ৩০, ২০২২

‘সাধারণের বোধগম্য করে তোলা দরকার’‌, আদালতে স্থানীয় ভাষা ব্যবহারে জোর মোদির

‘সাধারণের বোধগম্য করে তোলা দরকার’‌, আদালতে স্থানীয় ভাষা ব্যবহারে জোর মোদির

শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে এক সম্মেলনে দেশের বিচার ব্যবস্থাকে আরও মজবুত করার পক্ষেই সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘‌ভারতে বিচার ব্যবস্থা যেখানে সংবিধানের অভিভাবকের ভূমিকা পালন করে, সেখানে আইনসভা নাগরিকদের আশা–আকাঙ্খার প্রতিনিধিত্ব করে। আমার বিশ্বাস সংবিধানের এই দুটি বিভাগের সম্মিলিত ভারসাম্য আগামীতে দেশের বিচার ব্যবস্থাকে আরও সময়মাফিক ও কার্যকরী করে তুলবে।’‌ বিচার ব্যবস্থাকে আরও উন্নত করতে আঞ্চলিক ভাষা ব্যবহারের উপরেই জোর দিলেন মোদি। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের উপস্থিতিতে, মোদি বলেছে, ‘‌আদালতে আঞ্চলিক ভাষা ব্যবহারে জোর দিতে হবে আমাদের। এর ফলে আমজনতার বিশ্বাস বাড়বে দেশের বিচার ব্যবস্থার প্রতি। তাঁরা এর সঙ্গে আরও বেশি করে সংযোগ অনুভব করবেন।’‌ দেশে অন্তত ১৮০০ আইন রয়েছে যা আজ অপ্রাসঙ্গিক। কেন্দ্র এই আইনগুলিকে চিহ্নিত করেছে বলেও জানান তিনি। মোদির কথায় ‘‌কেন্দ্র ইতিমধ্যেই ১৪৫০টি আইন বাতিল করেছে। কিন্তু রাজ্যগুলি মাত্র ৭৫টি আইন বাতিল করেছে।’‌

দেশে বিচারাধীন বন্দিদের মামলাগুলিকে প্রাধান্য দেওয়ার বিষয়ে হাইকোর্টের বিচারপতি ও মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন জানান মোদি। তিনি বলেন, দেশে প্রায় সাড়ে ৩ লক্ষ বন্দি রয়েছেন। তাঁদের অধিকাংশই দরিদ্র মানুষ। প্রতিটি জেলাতেই জেলা আদালতের বিচারকের নেতৃত্বে একটি করে কমিটি রয়েছে বিষয়টি দেখার। তারা চাইলে ওই বন্দিরা জামিনে মুক্তিও পেতে পারেন। বিষয়টি খতিয়ে দেখতে সকলের কাছে আর্জি জানান প্রধানমন্ত্রী।

এই সম্মেলনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অসম, পাঞ্জাব সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা হাজির ছিলেন।
‘জাতীয় ভাষা’ পোস্ট ঘিরে অভিনেতা অজয় ​​দেবগন এবং কন্নড় তারকা কিচ্ছা সুদীপের ট্যুইটার বিতর্কের মধ্যেই আজ শনিবার আদালতে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়ার বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সাফল্য বিবেচনা করে কিচ্ছা সুদীপ জানিয়েছিলেন, হিন্দি ‘আর জাতীয় ভাষা নয়’। সেই বিতর্কের দিন কয়েক পরেই প্রধানমন্ত্রী মোদির এমন বিবৃতি।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই সুদীপের বিবৃতিকে সমর্থন করে বলেন, আঞ্চলিক ভাষাগুলি গুরুত্বপূর্ণ এবং সংশ্লিষ্ট রাজ্যগুলি তাদের আঞ্চলিক ভাষাই অনুসরণ করে। সুদীপ যা বলেছেন ঠিক বলেছেন। প্রত্যেকেরই বিষয়টিকে সম্মান করা উচিত।’

এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আঞ্চলিক ভাষার হয়ে সওয়াল করেছেন। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি জানিয়েছিলেন, স্থানীয় ভাষায় পড়ার সুযোগের ফলে গত আট বছরে চিকিৎসা শিক্ষায় ব্যাপক পরিবর্তন এসেছে। চিকিৎসাকে জীবিকা গড়তে ইচ্ছুক তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তব হয়েছে।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!