- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৯, ২০২৩
আবারও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন নরেন্দ্র মোদি, ৭৬ শতাংশ ভারতীয়ের ভরসা মোদির নেতৃত্বে
“মোদি ম্যাজিক” শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই কাজ করছে “মোদি ম্যাজিক”। আর তাই ফের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার স্বীকৃতি পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি। বিশ্বের ২২ টি দেশের রাষ্ট্রনেতাদের নিয়ে একটি সমীক্ষাটি করা হয়। ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে ফল এই ফল ঘোষণা করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার জায়গা ছিনিয়ে নিয়েছেন।
এর ফলে ফের একবার বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকায় শীর্ষে পৌঁছলেন নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক রেটিংয়ে এক নম্বর পেলেন দেশের প্রধানমন্ত্রী। এই সমীক্ষা সারা বিশ্বে সবচেয়ে বিশ্বস্ত ও জনপ্রিয় নেতাকে খুঁজে বের করে।
মার্কিন কনসাল্টেন্সি সংস্থা মর্নিং কনসাল্টের সমীক্ষায় সবার আগে নরেন্দ্র মোদির নাম এসেছে। নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে যখন একজোট হয়ে আক্রমণ শাণাচ্ছেন বিরোধী “ইন্ডিয়া” জোট, তখন এই সমীক্ষার “গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার” বলছে, ৭৬ শতাংশ ভারতীয়র বিশ্বাস নরেন্দ্র মোদির উপরই রয়েছে। তাঁর নেতৃত্বেই এখনও আস্থা দেশের জনসংখ্যার তিনভাগ ভারতীয়র। সমীক্ষায় অংশ নেওয়া ভারতীয়দের মাত্র ১৮ শতাংশ আস্থা রাখছেন না মোদির উপর। কোনওদিকেই ভোট দেননি ৬ শতাংশ মানুষ। বিজেপি দাবি করে তাদের দল বিশ্বের সবচেয়ে বড় দল। তাদের নেতা নরেন্দ্র মোদি “বিশ্বগুরু”, এবার ২২ দেশের রাষ্ট্রনেতাদের নিয়ে সমীক্ষায় নরেন্দ্র মোদি সেরার শিরোপা পেলেন, এর ফলে ২০২৪ এর লোকসভা নির্বাচনে “ইন্ডিয়া” জোটকে অনেকটাই নিচনে ফেলে কী এগিয়ে গেলেন নরেন্দ্র মোদি?
এই সমীক্ষায় এক নম্বরে রয়েছে ৭৬ শতাংশ ভারতীয়ের আস্থা নিয়ে নরেন্দ্র মোদি , তারপর দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ, তিনি কিন্তু নরেন্দ্র মোদির থেকে অনেক কম ভোট পেয়েছেন। তাঁর নেতৃত্বে ৬৬ শতাংশ মানুষ আস্থা রেখেছেন। আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ৪১ শতাংশ মানুষের আস্থা নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। সেরা ১০ জন বিশ্ব নেতার তালিকায় এর তালিকায় সবথেকে খারাপ ফল করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর বিরুদ্ধেই ৫৮ শতাংশ মানুষ রায় দিয়েছেন, তিনি মাত্র ৪২ শতাংশ দেশবাসীর আস্থা পেয়েছেন।
❤ Support Us