- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২৬, ২০২৪
জন্মাষ্টমীতে পূর্বস্হলীতে কবিতা উৎসব
জন্মাষ্টমী উপলক্ষ্যে পূর্বস্হলী ১ নং ব্লকের শ্রীরামপুর- পূর্বস্হলী সাংস্কৃতিক ইতিহাস পরিমন্ডলের উদ্যোগে ৩০ তম কবিতা উৎসব আয়োজিত হল সোমবার। উৎসবে উদ্বোধন করে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘এই এলাকা থেকে শুরু দূরদূরান্তের কবি, লেখক,গবেষকদের এক ছাতার নীচে এনে সংস্কৃতির বিকাশের উদ্দেশ্যেই এই কবিতা উৎসবের আয়োজন।’ আরও বলেন, ‘কবি-লেখকরাই পারেন চেতনার বিকাশ ঘটাতে। বর্তমান সমাজের ছবি ধরা পড়ে তাঁদের লেখনীতে।’ স্বপনবাবু ছাড়াও ছিলেন বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখার্জি ও কৌশিক ঘোষ, ‘গাছ মাষ্টার’ হিসেবে পরিচিত রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অরূপ চৌধুরিরা। সিরাজুল ইসলাম জন্মাষ্টমীর তাৎপর্য নিয়ে বক্তব্য পেশ করেন। আয়োজকদের তরফে প্রসেনজিৎ সরকার জানান, ‘কবিতা উৎসবে সারা দিনের বৃষ্টিকে উপেক্ষা করে দুই বর্ধমান, নদীয়া, হুগলী, হাওড়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, কলকাতা, দুই ২৪ পরগনা থেকে শতাধিক কবি যোগ দেন। উৎসব উপলক্ষ্যে প্রকাশিত হয় সাহিত্য পত্রিকা ‘উত্তরণ’
❤ Support Us