- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ফেব্রুয়ারি ৪, ২০২২
একরাম আলি সুস্থ
![একরাম আলি সুস্থ](https://aramva.co/wp-content/uploads/2022/02/Poet-Ekram-Ali-is-recover.png)
প্রবল স্বস্তি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সুপরিচিত কবি আর প্রাবন্ধিক একরাম আলি। সম্প্রতি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন অসুস্থ কবিকে নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে তাঁর বন্ধু মহলে । এবার কেটে গেল দুশ্চিন্তা। আপাতত কয়েকদিন বাড়িতেই বিশ্রামে থাকতে হবে একরাম আলিকে ।
❤ Support Us