- স্মৃ | তি | প | ট
- জানুয়ারি ২০, ২০২২
কবি প্রভাত চৌধুরী প্রয়াত।

কবি প্রভাত চৌধুরী প্রয়াত । দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। কিডনির সমস্যায় ভুগছিলেন, এরসঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হন। চিকিৎসা চলছিল।সম্প্রত্তি স্বাস্থ্যের উন্নতি হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো গেল না।
১৯৪৪ সালে বাঁকুড়ার হাটকেষ্টনগরে প্রভাত চৌধুরীর জন্ম। ৬০-এর দশকে কবিতায় প্রবেশ। নিয়মিত কূত্তিবাস পত্রিকায় লিখতেন। ১৯৬৬ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘শুধু প্রেমিকার জন্য’। ৩ দশক জুড়ে নিরলস লেখালিখি করেছেন । পরে হঠাৎ বন্ধ করে দেন । ১৯৯৩ সালে শুরু করলেন ‘কবিতা পাক্ষিক’, আদ্যপান্ত কবিদের পত্রিকা। ১৯৯৪ সালে ‘সাদা খাতা’, ১৯৯৭ সালে ‘সাক্ষাৎকার’, ১৯৯৮-এ ‘আবার সাক্ষাৎকার’ এরপর ‘নোটবই’, ‘উত্তরপর্বের কবিতা’, ‘এইসব হল্লাগুল্লা’, ‘সুসমাচার’ ‘প্রভৃতি’ বের হতে থাকে।
‘উত্তরাধুনিক’ বা ‘পোস্টমডার্ন’ – বিশ্ব সাহিত্যে শুধু নয়, বাংলা সাহিত্যেও বহুল আলোচিত একটি শব্দবন্ধ । উত্তরাধুনিক সাহিত্যে শুধু বিদেশী সাহিত্যের ছায়া অবলম্বন করে চলা নয়, বরং তার একটি নিজস্ব আঞ্চলিক চেহারাও থাকতে পারে, সেটাই মনে করিয়ে দিয়ে ছিলেন প্রভাত চৌধুরী। তাই তো তিনি শুধু সাহিত্যিক নয় বরং তাঁর বড়ো পরিচয় তিনি একজন সাহিত্য কাণ্ডারি।
কবিতা পাক্ষিকের ভিতর দিয়ে তিনি বাংলা কবিতার সামগ্রিক যাত্রার একটা ছবি তুলে ধরতে চেয়েছিলেন। ক্রমশ তার প্রাণ হয়ে উঠল উত্তরাধুনিক কবিতা। আর তা হয়েছিল স্বাভাবিকভাবেই। কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে নয়। তবে কবিতা তো শুধুই আঙ্গিকনির্ভর শিল্প নয়। সাহিত্যের ভাষ্যও গুরুত্বপূর্ণ— স্পষ্টভাবেই বারবার বলেছেন প্রাভাত চৌধুরী এবং তাঁর এই বক্তব্যই কবিতার আঙ্গিক তৈরি করে দেয়। বিদেশি উত্তরাধুনিক তাত্ত্বিকদের লেখা তিনি পড়েননি। পড়ার আকর্ষণও বোধ করেননি। বরং বাংলা সাহিত্যের মধ্যে উত্তরাধুনিক প্রবণতাকেই চিনতে চেয়েছেন বারবার।
ভারতের নানা জায়গায় ছড়িয়ে রয়েছেন তাঁর একান্ত অনুরাগিরা। কবিতা পাক্ষিক ছিল তাঁদের কবিতা প্রকাশের একান্ত মাধ্যম। প্রভাত চৌধুরীর সহযোগী কবি নাসের হোসেন শেষের দিকে পত্রিকাটি চালাতেন । নাসেরের মূত্যুর পর বন্ধ হয়ে যায় । প্রভাত চৌধুরীর প্রয়াণে জনপ্রিয় পত্রিকাটি স্মূতি হয়ে উঠল । লিটল ম্যাগ আন্দোলনে স্মরনীয় হয়ে থাকবেন কবি প্রভাত চৌধুরী। তাঁর ক্লান্তিহীন কবিতা প্রেম আর চরিত্রিক মাধুর্য্য হারিয়ে যাওয়ার নয়। স্মরণে কথায় বারবার ফিরে আসবেন তিনি।
❤ Support Us