Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৩১, ২০২৩

ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে শ্রীজাত

আরম্ভ ওয়েব ডেস্ক
ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে শ্রীজাত

ডেঙ্গি আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন কবি ও চলচ্চিত্র পরিচালক শ্রীজাত। বেশ কিছুদিন ধরে তিনি জোরে আক্রান্ত ছিলেন। চিকিৎসকের পরামর্শে তাঁর রক্ত পরীক্ষার পর ডিঙি পজিটিভ ধরা পরে। তার পরেই শ্রীজাতকে হাসপাতালে ভর্তি করানো হয়।

মহালয়া থেকে লক্ষ্মীপূজা পর্যন্ত সময়ে রাজ্যে ডিঙি সংক্রমণের হার সবচেয়ে বেশি হয়েছে। শুধু শ্রীজাতই নয়, খ্যাতনামাদের মধ্যে ডিঙি আক্রান্তের তালিকায় রয়েছেন টেলিভিশন তারকা রুবেল দাস, অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী সায়ন্তনী, তাঁর প্লেটলেট ৩৪ হাজার পর্যন্ত নেমে গিয়েছিল। যদিও রুবেল এখন সুস্থ আছেন বলে খবর।

এদিকে রাজ্যের ডিঙি পরিস্থিতি নিয়ে উদ্বিঘ্ন রাজ্য প্রশাসন। রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলাশাসক, সিএমওএইচদের নিয়ে ইতিমধ্যেই নবান্নে বৈঠক করেছেন মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব। সেই বৈঠক চলাকালীন ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সচেতনতার কর্মসূচি নেওয়ার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বৈঠকের পর প্রশাসন নির্দেশ দেয়  প্রত্যেক পুরসভাকে ফিভার ক্লিনিক চালু করতে, পুর হাসপাতালে ১০টি করে শয্যা ডেঙ্গু আক্রান্তদের জন্য রাখতে ও  ২৪ ঘণ্টা রক্তপরীক্ষার ব্যবস্থা করতে। তবে তার পরেও ডেঙ্গি লাফিয়ে লাফিয়ে বাড়ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!