Advertisement
  • ক | বি | তা রোব-e-বর্ণ
  • জুলাই ১৩, ২০১৯

জার্নি

মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া
জার্নি

চিত্র: দিলীপ কুন্ডু

কথা বলে না ফোন
লাল আলোর দিকে হাঁ করে থাকে নিঃসঙ্গ টাওয়ার
ওদিকে সাইকেল আসছে চাঁদের ভেতর দিয়ে
সওয়ারি দুজন ভিজে সপসপে আলোয়
কেন না চাঁদ সবসময়ে পূর্ণিমা
সন্ধেও আজন্ম কিশোরী
শুধু নিয়তিনির্ভর বলে
গুড়ো কুয়াশা আনছে ধানফুল
দূর একাই,দূর চেনা যায় না এমনকি
হারিয়েও যেতে পারে ভেবে চোখ দৌড়ে যায়..
আলপথ যেভাবে যায় ফাঁকা বুক ধরে
এসব নিঃসঙ্গ মেনে নেওয়াই ভালো
ভেবে মৃদু ঘন্টি বাজলো
শুনে শুনে বুক দোলাচ্ছে ধানবতী মাঠ
ধারালো পাতায় মেশা নীচু মুখ,কাজল দেখতে পাচ্ছে
প্রান্তরে বাঁক নেবার আগে ঝাঁকুনি খেলো চাকা
শেষবারের মতো হাতল জড়িয়ে নিলো আঙুল
আনমনে হাসছে সাইকেল
তিরিশ বছর ধরে যাওয়া তার ফুরোচ্ছে না…


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!