Advertisement
  • ক | বি | তা
  • এপ্রিল ১০, ২০২২

সিলভিয়া প্লাথ নই

খালেদ হামিদী
সিলভিয়া প্লাথ নই

চিত্র: দেবাশিস মল্লিক চৌধুরী

এক হাতে টেনে চুল আর হাতের ছুরিতে মুণ্ডচ্ছেদ শেষে
যে হার্মাদ নিহতের উরুসন্ধিস্থলে ছিন্ন মুখের আঘাত
হেনে পালায় কোথাও, সেও কি পুরুষ নয়? কি জবাব তোর?

সিলভিয়া প্লাথ নই যে বরের প্রিয়ার সংবাদে পপিফুলে
নরকাগ্নি দেখে চাই তরল আফিম আর ‘বর্ণহীন’ বলে
বিয়োগবোধে ম্লান খুব। বরং আগুনে তোর আঙুল ডুবিয়ে
অক্ষত বিলকুল আজও। আমাকে আমার মতো হতে দে রে নর।

আমি তো ধর্ষণ কিংবা হনন শিখিনি। চল্, দু’য়ের প্রত্যেকে
অর্ধেক হারিয়ে ফেলি নিজেকেই, অতঃপর উভয়ে গ্রথিত।

শেখাস নে, পার্বতীও শিবের অধীন। অর্ধনারীশ্বর যত
পূজিতই হোক, আমি পরিবার প্রথা-পূর্ব জনমে নিহিত।


❤ Support Us
error: Content is protected !!