Advertisement
  • ক | বি | তা
  • এপ্রিল ১০, ২০২২

আলিফ লায়লা

মুয়িন পারভেজ
আলিফ লায়লা

চিত্র: নীলৎপল বরুয়া

পরীমণি, তালেবান
এর পর কী, বিবিজান?
শোনাও তোমার নতুন গীত
ভুবনজোড়া দ্বন্দ্বপিরিত
ফিলিস্তিন ত শুনাইলা
করোনাও ঝুলাইলা
ইয়েমেনে কীসের আইন
কম্বোডিয়ায় কত মাইন
সব ত শোনা, আর কী আছে?
কোন গরুটা উঠল গাছে?
বলো দেখি, শেহেরজাদে
সিআরবি-তে কারা কাঁদে?
লঞ্চে কারা ডুইব্যা মরে?
না কি জিনে মানুষ ধরে?
কোন রাক্ষস পাহাড় খায়?
বস্তিতে কে আগুন লাগায়?
কারা খাইল লাভের ডাব?
হইছে কারা শিককাবাব?
মাথা কিন্তু গরম, ছেরি
খুনখারাবি হইতে দেরি!


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!