Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জুন ১, ২০২৪

অধিকৃত কাশ্মীর “বিদেশি ভূমি”? ফারহাদ অপহরণ মামলায় ইসলামাবাদ হাইকোর্টে জানাল পাক সরকার

আরম্ভ ওয়েব ডেস্ক
অধিকৃত কাশ্মীর “বিদেশি ভূমি”? ফারহাদ অপহরণ মামলায় ইসলামাবাদ হাইকোর্টে জানাল পাক সরকার

কাশ্মীরি কবি ও সাংবাদিক আহমেদ ফারহাদ শাহের অপহরণ মামলাটি এক আশ্চর্যজনক মোড় নিয়েছে। পাকিস্তান সরকারের আইনজীবী শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টকে জানিয়েছেন যে, আহমেদ ফারহাদ শাহ বর্তমানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুলিশের হেফাজতে রয়েছে। তাঁকে আদালতে হাজির করা যাবে না। কারণ তিনি দেশের এখতিয়ারের বাইরে “বিদেশি ভূমি”তে রয়েছেন।

গত দু’সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন কাশ্মীরি কবি ও সাংবাদিক আহমেদ ফারহাদ শাহ। সম্প্রতি পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুলিশ তাঁর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে। শুক্রবার আদালতে শুনানি চলাকালীন পাকিস্তান সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বিচারক মহসিন আক্তার কিয়ানির কাছে জানান যে, ফরহাদের বিরুদ্ধে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ ও ধিরকোর্টে মামলা রয়েছে। এই তথ্য সামনে আসার পর ফারহাদের আইনজীবী ঈমান মাজারি বলেন, অতিরিক্ত জেনারেল আদালতে স্বীকার করেছেন যে, ফারহাদ বর্তমানে “বিদেশি ভূমি”তে রয়েছেন তাই তাঁকে আদালতে হাজির করা যাবে না।

সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল যে, ফারহাদকে রাওয়ালপিন্ডিতে তাঁর বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল। যার ফলে তার স্ত্রী ইসলামাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। শুনানির সময় বিচারক কায়ানি জোরপূর্বক অপহরণের জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সমালোচনা করেন। বিষয়টি নিয়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক হামিদ মীর ফারহাদের অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষের দেওয়া তথ্যের অসঙ্গতি তুলে ধরেছেন। তিনি পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন। মীর প্রশ্ন তুলেছেন যে, মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সাম্প্রতিক বিক্ষোভের সময় পাকিস্তান রেঞ্জার্স কিভাবে অধিকৃত কাশ্মীর ভ্রমণ করতে সক্ষম হয়েছিল।

ফারহাদের আইনজীবী ঈমান মাজারি ফারহাদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর এবং মুজাফফরাবাদের সফরের সময় তার পরিবারকে দেওয়া তথ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। কাশ্মীরে নিজস্ব আদালত,পুলিশ, আইনি ব্যবস্থা রয়েছে। বিষয়টি সেই অঞ্চলের মধ্যেই সমাধান করা উচিত ছিল বলে তিনি মনে করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!