Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৭, ২০২২

দারুণ লড়েও পোল্যান্ডের কাছে হার সৌদির, চাপ বেড়ে গেল মেসিদের

আরম্ভ ওয়েব ডেস্ক
দারুণ লড়েও পোল্যান্ডের কাছে হার সৌদির, চাপ বেড়ে গেল মেসিদের

গ্রুপ লিগের প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে জয় সৌদি আরবের সমর্থকদের প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। স্বপ্ন দেখেছিল পোল্যান্ডের বিরুদ্ধে ভাল ফলের। কিন্তু স্বপ্নপূরণ হল না। দুর্দান্ত লড়াই করেও শেষরক্ষা করতে পারেনি আরবিয়াননা। সৌদি আরবকে ২–০ ব্যবধানে হারিয়ে গ্রুপ ‘‌সি’‌–র শেষ ষোলোর লড়াই জমিয়ে দিল পোল্যান্ড। পোল্যান্ডের এই জয়ে চাপ বেড়ে গেল আর্জেন্টিনার। শেষ ষোলোয় যেতে গেলে গ্রুপে বাকি দুটি ম্যাচ জিততেই হবে আর্জেন্টিনাকে। যদিও, পোল্যান্ডের কাছে হারলেও এখনও নক আউট পর্বে যাওয়ার সুযোগ রয়েছে সৌদি আরবের।

পোল্যান্ডের বিরুদ্ধে ভাল শুরু করেছিল সৌদি আরব। ১৩ মিনিটে গোলের সুযোগও এসে গিয়েছিল। বক্সের মধ্যে থেকে জোরালো শট নিয়েছিলেন মহম্মদ কাননো। কোনো রকমে বাঁচান পোল্যান্ড গোলকিপার ভয়চেখ স্ট্যাসনি। পোল্যান্ডের সামনে প্রথম সুযোগ আসে ম্যাচের ২৭ মিনিটে। ক্রিস্টিয়া বেইলিকের হেড গোললাইন থেকে বিপদমুক্ত করেন সৌদি সালেহ আল শেহরি। ৩৯ মিনিটে এগিয়ে যায় পোল্যান্ড। ডানদিক থেকে বল পেয়ে এগিয়ে যান রবার্ট লেওয়ানডস্কি। সৌদির গোলকিপার এগিয়ে আসায় শট নিতে পারেননি তিনি। বাইলাইনের কাছাকাছি পৌঁছে মাইনাস করেন। সেই মাইনাস ধরে জোরালো শটে বল জালে পাঠান পিতর জেলিনস্কি।

প্রথমার্ধের ইনজুরি সময়ে সমতা ফেরানোর সুযোগ এসেছিল সৌদি আরবের সামনে। সুবর্ণ সুযোগ নষ্ট করেন সেলিম আল দাওসারি।  বক্সের মধ্যে সৌদির আল শেহরিকে ফাউল করেন পোল্যান্ডের বেইলিক। রেফারি  ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির নির্দেশ দেন। সেলিম আল দাওসারির শট ডান দিকে ঝাঁপিয়ে বাঁচান পোল্যান্ড গোলকিপার স্ট্যাসনি। ফিরতি বলে শট নেন মহম্মদ আল বুরাইক। বল স্ট্যাসনির হাত ছুঁয়ে ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।

দ্বিতীয়ার্ধে আক্রমণ–প্রতি আক্রমণে খেলা দারুণ জমে ওঠে। ৫৬ মিনিটে আল দাওসারির শট বাঁচান পোল্যান্ড গোলকিপার। ৬০ মিনিটে আল দাওসারির থ্রু পাস ধরে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন আল বিরাকান। তাঁর শট বারের ওপর দিয়ে বেরিয়ে যায়। ৪ মিনিট পরই ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল পোল্যান্ডের সামনে। মিলিকের শট ক্রসবারে লেগে বেরিয়ে যায়। ৬৬ মিনিটে লেওয়ানডস্কির একটা শট পোস্টে লেগে ফিরে আসে। অবশেষে ৮২ মিনিটে সৌদির ম্যাচে ফেরার আশা শেষ করে দেন রবার্ট লেওয়ানডস্কি। দলের এক সতীর্থর নিরীহ পাস ধরতে গিয়ে ফস্কান আল মালকি। সেই বল ধরে জোরালো শটে ২–০ করেন পোল্যান্ড অধিনায়ক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!