Advertisement
  • দে । শ
  • আগস্ট ৩১, ২০২৪

ধর্ষণের ঘটনার তদন্তে গিয়ে মার খেল পুলিশ, হাসনাবাদের গ্রামে চাঞ্চল্য , গ্রেপ্তার ২।

আরম্ভ ওয়েব ডেস্ক
ধর্ষণের ঘটনার তদন্তে গিয়ে মার খেল পুলিশ, হাসনাবাদের গ্রামে চাঞ্চল্য , গ্রেপ্তার ২।

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজ্য যখন তোলপাড়। সেই সময় ধর্ষণের দায়ে অভিযুক্তকে ধরতে দিয়ে আক্রান্ত পুলিশ। ধর্ষণে অভিযুক্ত দুস্কৃতী ও তার দলবলের হাতে মার খেল পুলিশ!‌ উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ঘটনা। এক তরণী তাঁর প্রতিবেশী রাকেশ শেখ নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এদিন শুক্রবার রাতে হাসনাবাদ থানার অধীনে মুরারীশাহ আউটপোস্টের পুলিশ ঘটনার তদন্তে যায়। পুলিশ অভিযুক্তের বাড়িতে গেলে রাকেশ ও তার সঙ্গীরা পুলিশকে বেধড়ক মারধোর করে। জখম হন ফাঁড়ির ইনচার্জ সহ ৯ জন পুলিশকর্মী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসনাবাদ থানার খড়মপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের এক তরুণী শুক্রবার এলাকারই রাকেশ শেখ নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন মুরারিশা আউটপোস্টে । অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। ওইদিন রাতে খড়মপুর এলাকায় ওই অভিযুক্তর বাড়িতে তদন্তে যায় পুলিশ। ঘটনাচক্রে এদিন রাকেশের বিয়ের অনুষ্ঠান ছিল। পুলিশ গেলে লাঠি, লোহার রড নিয়ে দুস্কৃতীকরা চড়াও হয় পুলিশের ওপর। প্রথমে বাধা পেয়ে পুলিশ ফিরে আস। ফের আউট পোস্ট থেকে আরও পুলিশ নিয়ে ঘনটাস্থলে গেলে দুস্কৃতীরা পুলিশকে ঘিরে ধরে বেধড়ক মারধোর করে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, তাতে গুরুতর জখম হন মুরারিশাহ আউট পোস্টের ইনচার্জ সহ মোট ৯ জন পুলিশ কর্মী। তাদের উদ্ধার করে টাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম আব্দুল রহমান তরফদার ও লুৎফার তরফদার। অভিযুক্ত রাকেশ ও তার বাবা বাবু শেখ পলাতক। ধৃতদের আজ তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ৪ দিন পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!