Advertisement
  • দে । শ
  • মে ১৬, ২০২৩

ইমরানের সহযোগী আওয়ামি মুসলিম লিগের প্রধান শেখ রশিদের বাড়িতে পুলিশের হানা

আরম্ভ ওয়েব ডেস্ক
ইমরানের সহযোগী আওয়ামি মুসলিম লিগের প্রধান শেখ রশিদের বাড়িতে পুলিশের হানা

ইমরানের পর এবার তাঁর সহযোগীদের দিকে নজর পাকিস্তান সরকারের। সোমবার গভীর রাতে পাকিস্তান পুলিশ ও কমান্ডোদের একটা বড় দল আওয়ামি মুসলিম লিগের প্রধান এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদের বাসভবনে অভিযান চালায়। যদিও শেখ রশিদকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সংবাদ সংস্থা এআরওয়াই নিউজ জানিয়েছে, সোমবার ইসলামাবাদের লাল হাভেলিতে পুলিশ এবং এলিট কমান্ডো বাহিনী গভীর রাতে শেখ রশিদ আহমেদের বাসভবনে হাজির হয়। উদ্দেশ্য ছিল তাঁকে ও তাংর ভাগ্নেকে গ্রেপ্তার করা। সেই সময় কেউই বাড়িতে ছিলেন না। এরপর বাড়ির কর্মচারীদের কাছে পুলিশের দল রশিদের ব্যাপারে জানতে চায়। পরে সরাফা বাজারে শেখ রশিদের ভাগ্নে রাশেদের পৈত্রিক বাড়িতেও হাজির হয় পুলিশ। কিন্তু সেখানেও দুজনকে পাওয়া যায়নি। এই ব্যাপারে শেখ রশিদ বলেছেন, ‘‌আমাকে এবং আমার ভাগ্নেকে সরকার টার্গেট করেছে। যে কোনও অজুহাতে দুজনকে জেলে ভরতে চায়।’‌ প্রসঙ্গত উল্লেখ্য, শেখ রশিদ পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের প্রধান ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং তিনি একসময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।
এদিকে সোমবার লিয়াকতবাগের কাছে পাঞ্জাব পুলিশ একটা হোটেল থেকে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ নেতা ফায়াজ–উল– হাসান চোহানকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দেশে সাম্প্রতিক বিক্ষোভ চলাকালীন তিনি হিংসায় প্ররোচনা দিয়েছিলেন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। লিয়াকতবাগের প্রধান ফটক থেকে প্রেস ক্লাবে যাওয়ার পথে চোহানকে গ্রেপ্তার করা হয়। চোহানের দাবি, অন্তর্বর্তীকালীন জামিনে থাকা সত্ত্বেও পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালাচ্ছে এবং তাঁর শ্যালককে গ্রেপ্তার করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক–ই– ইনসাফের প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করার পর পাকিস্তান জুড়ে হিংসার সংঘর্ষ শুরু‌ হয়েছে। প্রত্যন্ত এবং প্রধান শহরগুলিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। আইন–শৃঙ্খলা বজায় রাখতে সরকার সশস্ত্র বাহিনীকে করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!